তাহিরপুর প্রতিনিধিঃ-
তাহিরপুরে ইউরোপিয়ান হিউম্যানিটারিয়ান এইড (ইকো) প্রকল্পের অবহিত করণ সভা করেছে ওয়ার্ল্ড ভিশন। সোমবার দুপুরে উপজেলা বঙ্গবন্ধু কনফারেন্স হল রুমে ওয়ার্ল্ড ভিশন তাহিরপুর এরিয়া প্রোগ্রামের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবির। সভায় ওয়ার্ল্ড ভিশন তাহিরপুর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার বিভূদান বিশ্বাসের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী রিয়াজ উদ্দিন খন্দকার লিটন, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, অফিসার ইনচার্জ(তদন্ত) মো. সুহেল রানা, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী, বালিজুরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজাদ হোসেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশন সিলেট এসিও’র সিনিয়র ম্যানেজার কাজল দ্রং, ইমারজেন্সি রেসপন্স ম্যানেজার স্টিপ তাপস চিসিম প্রমূখ। ওয়ার্ল্ড ভিশন তাহিরপুর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার বিভূদান বিশ্বাস জানান, এ প্রকল্পের আওতায় তাহিরপুর উপজেলার বালিজুরী, উত্তর বড়দল ও তাহিরপুর সদর ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থ ৭শ পরিবারকে সাড়ে চার হাজার করে টাকা এবং ঘর মেরামতের জন্য ৪শ পরিবারকে ৩ হাজার করে টাকা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দেয়া হবে।