জেলা তথ্য অফিসের উদ্যোগে দিরাইয়ে মহিলা সমাবেশ


স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় দিরাই উপজেলার পশ্চিম শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এটি মহিলা সমাবেশ বাস্তবায়ন করা হয়। উক্ত মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের উপ-পরিচালক শিউলী দাস। মহিলা সমাবেশে আরো বক্তব্য রাখেন দিরাই উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার শেখ মেরাজুল আশরেকীন, ম্যানেজিং কমিটির সভাপতি বশির আহম্মদ ও অন্যন্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব আব্দুছ ছাত্তার,উপপরিচালক (রু:দা:) জেলা তথ্য অফিস, সুনামগঞ্জ। অনুষ্ঠানের মূল বিষয় ছিল সরকারের সাফল্য অর্জন, প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ,মাদক, বাল্য বিবাহ, যৌতুক, শিক্ষা, গুজব অপপ্রচার, সাম্প্রদায়িক সম্প্রীতি বর্জায় রাখা ইত্যাদির বিষয়ের উপর আলোকপাত করা হয়।

নিউজটি শেয়ার করুনঃ