তাহিরপুরে হত-দরিদ্র পরিবারের মাঝে গরু বিতরণ

তাহিরপুর প্রতিনিধিঃ-
তাহিরপুরে হত-দরিদ্র পরিবারের মাঝে বকনা বাছুর (গরু) বিতরণ করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।শনিবার দুপুরে তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের সামনে এ ইউনিয়নের ৭৭টি হত দারিদ্র পরিবারকে একটি করে বকনা বাছুর বিতরণ করেন সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলী ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তাহিরপুর এপি ম্যানেজার বিভূদান বিশ্বাস। এসময় ওয়ার্ল্ড ভিশন তাহিরপুর এপির প্রোগ্রাম অফিসার মো. মহসিন খান, উপজেলা প্রাণীস¤পদ অফিসের অফিস সহকারী জাহাঙ্গীর আলম, তাহিরপুর সদর ইউনিয়নের বিভিন্ন গ্রামের গ্রাম উন্নয়ন কমিটির সদস্য এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তাহিরপুর এপি ম্যানেজার বিভূদান বিশ্বাস জানান, এবছর তাহিরপুর উপজেলার বাদাঘাট, বালিজরী, উত্তর বড়দল ও তাহিরপুর সদর ইউনিয়নের মোট ৩০২টি হত দরিদ্র পরিবারকে বকনা বাছুর দেয়া হবে। তার মধ্যে আজকে এ ইউনিয়নের ৭৭টি পরিবার কে দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ