স্টাফ রিপোর্র্টার ঃ
সুনামগঞ্জের হাওরে বাঁধ নির্মাণের টাকা না পাওয়ায় ১২৮টি বাঁধের নির্মাণের কাজ শুরু করতে পারেনি প্রকল্প বাস্তবায়ন কমিটি। কমিটির অভিযোগ অগ্রীম টাকা না পাওয়ায় বাঁধের কাজ শুরু করতে পারেননি তারা। ফলে যথা সময়ে বাঁধ নির্মাণ কাজ শেষ হওয়া নিয়ে শংকায় রয়েছেন কৃষক। তাহিরপুর উপজেলার পাটলাই নদীর তীরবর্তী মাটিয়ান হাওরের আনন্দনগর গ্রাম থেকে ছিলাইন তাহিরপুর পর্যন্ত ১২ কিলোমিটার বাঁধের কাজ শুরু হয়নি। পিআইসিরা প্রথম কিস্তির অগ্রিম টাকা না পাওয়ায় বাঁধে মাটি ফেলতে পারেননি। মাটিয়ান হাওরের ৫৬ টি পিআইসির মধ্যে ২৩,২৪,২৫,২৬,২৭,২৮ নং প্রকল্প বাস্তবায়ন কমিটি প্রথম কিস্তির টাকা না পাওয়া বাধে মাটি ফেলার কাজ শুরু করতে পারেননি। টাকার অভাবে এসব প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যরা বাঁধে এস্কেভেটর, ড্রাম ট্রাক ট্রলিসহ প্রয়োজনীয় মেশিনারিজ বাঁধে নিয়ে আসলেও এসব মেশিন চালানোর জ¦ালানি খরচের টাকা দেয়ারও সামর্থ্য না থাকায় এগুলো ৭ দিন যাবত বসে আছে। অথচ দ্রুত ফুরিয়ে যাচ্ছে হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণের সময়। চলতি বছর খরচাহাওর, দেখার হাওর, শনির হাওর , ছায়ার হাওর, হালির হাওর মাটিয়ান হাওর চাপতির হাওরসহ ছোট বড়ো ৪৩টি হাওরে দুইশত তিন কোটি টাকা ব্যয়ে ১ হাজার ৭৮ টি প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে ৭৪৬ কিলোমিটার ফসল রক্ষা বাধ নির্মাণ হবে। এজন্য প্রথম কিস্তির টাকা বাবদ মাত্র ২৫ কোটি টাকা ছাড় দিয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়। এতো অল্প পরিমাণ টাকা ছাড় দেয়ায় প্রকল্প বাস্তবায়ন কমিটি গুলো অর্থ সংকটে পড়েছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন আগামী সপ্তাহে বকেয়া টাকা দেয়া হবে এবং বাঁধের কাজ শুরু হবে।
১২৮ টি ফসলরক্ষাবাঁধের কাজ শুরু হয়নি, শঙ্কায় হাওরপাড়ের কৃষকেরা
