স্টাফ রিপোর্টার::
সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের সাদকপুর-উছারগাঁও এ কলিম শাহ বাউল সংঘ (ক্লাব) এর উদ্যোগে হাডুডু প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১১ টায় খেলার ব্যবস্থাপনা পরিচালক লন্ডন প্রবাসী মোঃ আবুল আজাদ এর বসতবাড়ির সংলগ্ন মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। খেলা পরিচালনা কমিটির সভাপতি লন্ডন প্রবাসী মোঃ আবুল আজাদ ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হান্নান জানান, উক্ত প্রতিযোগীতায় বিনা প্রবেশ ফি‘তে জেলার শতাধিক দল অংশগ্রহন করে। উক্ত খেলায় ১ম পুরস্কার রয়েছে নগদ এক লক্ষ টাকা, ২য় পুরষ্কার ৫০হাজার টাকা ও ৩য় পুরষ্কার নগদ ২৫হাজার টাকা। পুরষ্কার দাতা হলেন, লন্ডন প্রবাসী শামছুদ্দিন সামাদ, আমেরিকা প্রবাসী সাদাত আহমদ ফাহিম এবং লন্ডন প্রবাসী ফয়সল আহমদ বাচ্চু। বেলা ২ ঘটিকার সময় উদ্বোধনী ম্যাচ অনুািষ্ঠত হয়। এ সময় খেলা পরিচালনা কমিটির সভাপতি লন্ডন প্রবাসী মোঃ আবুল আজাদ বলেন, খেলাধুলা চরিত্র গঠনের এক সহায়ক অবলম্বন। খেলাধুলার মাধ্যমে মাদকসেবন থেকে যুবকদের রক্ষা করা যায়। আজ যে সবদল হাডুডু প্রতিযোগিতায় অংশগ্রহন করেছে তারা এ খেলার মাধ্যমে নিজেদের চরিত্র বিকশিত করবে এটা আমি আশা করি। ক্রীড়ামোদি লোকজন হাডুডু খেলা উপভোগ করে প্রাচীনতম এ খেলাটি গ্রামবাংলার ঐতিহ্যকে মনে প্রাণে ধারণ করবেন বলে আমি মনে করি। আমি অংশগ্রহনকারী প্রতিটি দলের সাফল্য কামনা করছি। এ সময় উপস্থিত ছিলেনর, মোল্লাপাড়া ইউপি আওয়ামীলীগ নেতা আবুল হোসেন, কফিল উদ্দিন, পলাশ দাশ, সমাজ সেবক আল আমিন, সাবেক ইউপি সদস্য মতিউর রহমান ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।