স্টাফ রিপোর্টার::
সরকার পোলট্রি প্রোডাক্টস-এর বার্ষিক হালখাতা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার সকালে শহরের প্রিয়াঙ্গন কমিউনিটি সেন্টার মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে সরকারি পোলট্রি প্রোডাক্টস পুরাতন জেল রোড সুনামগঞ্জ। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সরকারি পোলট্রি প্রোডাক্টস সুনামগঞ্জের প্রোপাইটর স্বপন চন্দ্র সরকার। গুলজার আহমেদের সঞ্চালনায় সভায় খামারিদের পক্ষে বক্তব্য রাখেন মো.আব্দুল হান্নান। স্বাগত বক্তব্য রাখেন গুলজার আহমেদ। অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ডিএকমি-এর এরিয়া ম্যানেজার হুমায়ুন আহমেদ, প্রভিডা ফিল্ড লিমিটেড-র রিজিওন্যাল ম্যানেজার খোরশেদ আলম, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. বিমান কান্তি রায়, ডেপুটি ম্যানেজার ডা. মো. কয়েছ শাহ, প্রাক্তন জেলা ভেটেরিনারি সার্জন সুনামগঞ্জ ও স্কাইটেক এগ্রো ফার্মা’র টেকনিক্যাল ম্যানেজার ডা. একেএম লুৎফুজ্জামান প্রমুখ। খামারিরা বলেন প্রোডাক্টের বাজার জাত করার লক্ষ্যে মুল্য বৃদ্ধি করা এবং প্রোডাক্ট এবং বাচ্চাগুলোর দাম কমানোর আহ্বান জানান। এ সময় দুই শতাধিক পুরুষ মহিলা খামারি উপস্থিত ছিলেন।