জামিউল ইসলাম তুরান,শান্তিগঞ্জ :
শান্তিগঞ্জ উপজেলার ডাবর-জগন্নাথপুর আঞ্চলিক সড়কের ভমভমি বাজারের বেইলী ব্রীজ ভেঙ্গে যান চলাচল বন্ধ রয়েছে। এতে করে জনদূর্ভোগ চরম আকার ধারণ করেছে। রোববার সন্ধ্যার পর ব্রীজের পাটাতন ভেঙ্গে যাওয়ার পর থেকে যান চলাচল বন্ধ রয়েছে। একাধিকবার ব্রীজের পাটাতন ভেঙ্গে যান চলাচল বন্ধ হওয়ায় বার বার মেরামত করা হলেও কোন কাজে আসছে না। অতিরিক্ত ওজনের ভারি যানবাহন চলাচল ও নামকাওয়াস্তে করা মেরামত টেকসই না হওয়ায় বার বার এ অবস্থার সৃষ্টি হচ্ছে। জানা যায়, ডাবর-জগন্নাথপুর আঞ্চলিক সড়কে প্রতিদিন শত শত যাত্রী ও পন্য বাহী যান চলাচল করে থাকে। সম্প্রতি কুশিয়ারা সেতুর উপর রানীগঞ্জ সেতু চালু হওয়ার পর থেকে এ সড়কে ঢাকাগামী যান বাহন ও পন্যবাহী যান চলাচল বৃদ্ধি পেয়েছে। ব্রীজটি নির্মাণের পর থেকেই জোড়াতালী দিয়ে লক্কর জক্কর করে কোন মতে চলছিল। ব্রীজের বিভিন্ন স্থানে কিছুদিন পরপর ভাঙ্গন ধরলে ষ্টীলে ঝালাই দিয়ে কোন রকম কাজ চালিয়ে নেয় কর্তৃপক্ষ। গত রোববার সন্ধ্যায় ব্রীজের পাটাতন ভেঙ্গে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ডাবর-জগন্নাথপুর আঞ্চলিক সড়কের চলাচলকারী লেগুনা, বাস, ট্রাক সহ বড় বড় গাড়ী চলাচল বন্ধ হয়ে হয়। তাৎক্ষণিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে শান্তিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে মোতায়েন রাখা হয়েছে। সিএনজি চালক রিপন আহমদ জানান, ব্রীজটি ভেঙ্গে গিয়ে যান চলাচল বন্ধ থাকায় রবিবার রাত থেকে অদ্যাবদি পর্যন্ত সাধারণ যাত্রীগন চরম ভোগান্তিতে পড়েছেন। ভমভমি বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ স¤পাদক মুজিবুর রহমান রিপন জানান, এই ব্রীজটি প্রতি বছর দুই তিন বার ভেঙ্গে গিয়ে জনদূর্ভোগ সৃষ্টি হয়। টেকসই ভাবে কাজ করলে এ ধরনের সমস্যা হত না। সুনামগঞ্জ জেলা সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম প্রমাণিক বলেন, ব্রীজের কিছু জায়গায় ভাঙ্গার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ভাঙ্গা স্থান মেরামত করার জন্য লোক পাঠিয়েছি। যত তাড়াতাড়ি সম্ভব বেইলী ব্রীজটি মেরামত করে যানবাহন চলাচল স্বাভাবকি