জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুরে বিএনপি নেতার বাড়িতে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। অন্যদিকে উপজেলা বিএনপি’র সাবেক উপদেষ্টা হোসাইন আহমদকে গ্রেফতার করেছে পুলিশ।
গত শনিবার (২৮ মে) উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, জগন্নাথপুর উপজেলা বিএনপি’র সাবেক উপদেষ্টা হোসাইন আহমদ আ.লীগের বিরুদ্ধে বিভিন্ন সভা-সমাবেশে বক্তব্য দেওয়ায় ও সামাজিক যোগাযোগ মাধ্যম সোশাল মিডিয়ায় বিরোধী দলের বিপক্ষে মন্তব্য করায় তার বাড়িতে গত শনিবার বিকালে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করে ভাংচুর করেছে।
এদিকে, ঘটনার দিন রাতে বিএনপি নেতা হোসাইন আহমদকে গ্রেফতার করে জগন্নাথপুর থানা পুলিশ। পরদিন তাকে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
অন্যদিকে, ওই বিএনপি নেতার ছেলে যুবদল নেতা আবুল ফজল ও ছাত্রদল নেতা এম ডি জাকারিয়াকে গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বিএনপি সমর্থিত ওই পরিবারের ওপর হামলা ও মিথ্যা মামলায় এলাকাবাসী তীব্র নিন্দা জানিয়েছেন।