ছাতক প্রতিনিধি::
ছাতকে এক ব্যবসায়ির বাড়ির দু’টি গেইট একিট দরজা ভেঙ্গে প্রায় ২৩ লাখ টাকার মালামাল লুটপাট করা হয়েছে। রহস্যজনক ডাকাতির ঘটনা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এ ঘটনায় উপজেলা জুড়েই ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। গত সোমবার গভীর রাতে উপজেলার কালারুকা ইউপি’র রায়সন্তোষ গ্রামের ব্যবসায়ি কফিল উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে। জানা যায়, ১০ জনের দেশীয় অস্ত্র নিয়ে সংঘবদ্ধ একটি ডাকাতদল তার বাড়িত হানা দেয়। সামনের দু’টি গেইট ও একটি দরজা ভেঙ্গে বসত ঘরে প্রবেশ করে অস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের সবার হাত-পা ও মুখ বেঁধে ফেলে। এসময় ১৯ ভরি স্বর্ণালঙ্কার, এক ভরি রোপা, নগদ সাড়ে আট লাখ টাকা,৭টি মোবাইলসহ অন্যান্য জিনিসপত্রসহ প্রায় ২৩ লাখ টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়। তাদের আত্মচিৎকার শুনে পাশের বাড়ির ফরিদ আহমদের নেতৃত্বে একদল মানুষ তার বাড়িত এসে হাত-পা ও মুখ বেঁধে অবস্থায় তাদেরকে উদ্ধার করেন। এব্যাপারে কফিল উদ্দিন জানান, সামনের দুটি গেইটের তালা ভেঙ্গে তার বসত ঘরে প্রবেশ কের অস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের ৪জনেক হাত-পা ও মুখ বেঁধে ফেলায় ঘটনার সত্যতা নিশ্চিত করেন তিনি। গ্রামবাসী জানান,আন্তর্জাতিক চোরাচালান হুন্ডি ব্যবসার টাকা আতœসাৎ করতে গিয়ে ডাকাতির নাটক সাজানোর অভিযাগ উঠেছে। এ ডাকাতির ঘটনার খবর পেয়ে গত মঙ্গলবার বিকালে থানার ওসি মাহবুবুর রহমান,এস, আই খন্দকার আতিকুল আলম,এস,আই মোশারফ হোসেন,ইউপি মেম্বার আব্দুল আউয়াল ও নানু মিয়াসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় ওসি বলেন, ডাকাতির ঘটনাটি রহস্যজনক। এ ব্যাপারে খতিয়ে দেখা হচ্ছে। অভিযাগ পেলে আইনানুগত ব্যবস্থা নেয়া হবে।