জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদের দৌড়ে এগিয়ে বদিউজ্জামান


স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন আগামী ১৮ নভেম্বর। সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা, দলকে তৃণমূলে সংগঠিত করতে হবে। এজন্য দীর্ঘদিন পর গুরুত্বপূর্ণ এ উপজেলার আওয়ামী লীগের সম্মেলন ও কাউন্সিলের দামামা বেজে উঠেছে। এ নিয়ে নেতাকর্মীদের মাঝেও যেন ফিরেছে প্রাণ। তৃণমূলের মতামতের ভিত্তিতেই নির্বাচিত হবেন এ উপজেলার আওয়ামী লীগের কান্ডারিরা। বিশেষ করে সাধারণ সম্পাদক পদ নিয়ে চলছে তৃণমূলে জল্পনা কল্পনা। এ পদে অনেকেই পদ প্রত্যাশী হলেও ঘুরে ফিরে তরুণ নেতা বদিউজ্জামান এর নাম উঠে আসছে মুখে মুখে। তিনি বর্তমান উপজেলা আওয়ামীলীগের সাধারণ সদস্য হলেও কর্মকান্ডে দিকপালের ভূমিকা পালন করেছেন দলের যে কোন কর্মসূচীতে। তার স্ত্রী হাফেজা আক্তার দিপু সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন। পারিবারিকভাবে আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত তারা। ইতোমধ্যে তিনি তৃণমূলে ব্যাপক সাড়া ফেলেছেন। এবং সাধারণ সম্পাদক হতে কেন্দ্র থেকে শুরু করে জেলায় জোর লবিং চালিয়ে যাচ্ছেন। অনেকেই আশা করছেন সদা হাস্যজ্জ¦ল চেহারার অধিকারী তরুণ এই আওয়ামী লীগ নেতা সাধারণ সম্পাদক হলে তৃণমৃল আওয়ামীলীগকে সংগঠিত করতে ও বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবেন। তৃণমূলের নেতাকর্মীরা বলছেন, ২০১৪ সালে সর্বশেষ এ উপজেলা কমিটি গঠন করা হয়। ক্ষমতার পালাবদলে আওয়ামী লীগ টানা তৃতীয় বারের মতো সরকারও গঠন করেছে। তবুও এ উপজেলা আওয়ামী লীগের কমিটিতে কোন পরিবর্তন আসেনি, সম্মেলন হয়নি। ফলে নতুনরা নেতৃত্বে উঠে আসতে পারছে না। এ কারণে নেতাকর্মীদের মাঝে ক্ষোভও রয়েছে। তবে সম্প্রতি আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্দেশনায় তৃণমূলে দল পূর্ণগঠনের ঘোষণার পর তারা বেশ উচ্ছ্বসিত। এরই মাঝে সম্মেলনের তারিখও ঘোষণা হয়েছে। সম্মেলনে নতুন নেতৃত্ব বের হয়ে আসবে বলে মনে করছেন তারা।

নিউজটি শেয়ার করুনঃ