স্টাফ রিপোর্টার::
বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ স¤পাদক কয়ছর এম আহমেদের উদ্যোগে সুনামগঞ্জের জগন্নাথপুরে হতদরিদ্রদের জন্য ফ্রি চক্ষু চিকিৎসা ক্যা¤প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ মে) সকাল ১০টায় জগন্নাথপুর হাসপাতাল পয়েন্টের আলী কমিউনিটি সেন্টারে এই চক্ষু ক্যা¤েপর উদ্বোধন করা হয়। আয়োজক সূত্রে জানা যায়, এম.এ. আহমেদ কয়ছরের ব্যক্তিগত তহবিল থেকে পরিচালিত এ মানবিক কার্যক্রমের আওতায় প্রায় ৩ হাজার দরিদ্র মানুষের চক্ষু চিকিৎসার উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের মধ্যে ১ হাজার জনের ছানি অপারেশন স¤পন্ন হয়েছে এবং বাকিদের ওষুধ ও চশমা বিতরণ করা হয়েছে। এছাড়া ক্যা¤েপ প্রায় এক হাজার দরিদ্র মানুষের বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও নতুন লেন্স স্থাপন করা হয়। চক্ষু চিকিৎসা কার্যক্রমে সহযোগিতা করে মৌলভীবাজারের বি.এন.এস.বি. চক্ষু হাসপাতাল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও জেলা বিএনপির আহ্বায়ক এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক স¤পাদক কলিম উদ্দিন আহমেদ মিলন। প্রধান বক্তা হিসেবে যুক্তরাজ্য বিএনপির সাধারণ স¤পাদক কয়ছর এম আহমেদ বলেন, আমরা প্রবাস থেকে দেশের মানুষের পাশে দাঁড়াতে চাই। এই চক্ষু চিকিৎসা সেবা আমাদের মানবিক দায়িত্ববোধ থেকেই আয়োজন করেছি। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব নুরুল ইসলাম, জেলা বিএনপি সদস্য অ্যাডভোকেট মল্লিক মইনুদ্দিন সোহেল, জেলা বিএনপি নেতা আনসার আহমেদ, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাস্টার, সাধারণ স¤পাদক জামাল আহমেদ ও সদস্য সানোয়ার হাসান সুনু প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথপুর পৌর বিএনপির আহ্বায়ক সালাউদ্দিন মিটু এবং পরিচালনা করেন পৌর বিএনপির সদস্য আব্দুল মতিন।
জগন্নাথপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা করালেন বিএনপি নেতা এম কয়ছর আহমেদ
