ফাজিলপুর বালু-পাথর মহালে ইজারা বর্হিভুত অংশে চলছে বালু লুটের মহোৎসব

ফাজিলপুর বালু-পাথর মহালে ইজারা বর্হিভুত অংশে চলছে বালু লুটের মহোৎসব
স্টাফ রিপোর্টার ঃ
জেলার তাহিরপুর উপজেলার ফাজিলপুর পাথর মহালে ইজারা বর্হিভুত অংশে চলছে বালু লুটের মহোৎসব। প্রতিদিনি যাদুকাটা নদীরপাড় ভেঙ্গে বালু উত্তোলন করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে প্রভাবশালীরা। যাদুকাটা ১- ও যাদুকাটা-২ বালু মহাল ইজারা দিয়েছে সরকার কিন্ত ইজারা বর্হিভুত অন্তত ৬ টি স্পটে নদীরপাড়া কেটে বালু উত্তোলন করছে স্থানীয় প্রভাবশালী চক্র। বিগত কিছুদিন পুর্বে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মিয়ার চড়ে বালু উত্তোলনকালে ১৮ টি নেীকাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। মিয়ার চড়ের ন্যায় কোনাইট ঢ়ড়া, গাগরা ও ঘাগটিয়ায়, জাঙ্গালহাটি,মোদেরগাওসহ ৬ টি স্পটে বালু উত্তোলন করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে এ সংঘবদ্ধ চক্র। সরেজমিনে গিয়ে দেখা যায় নির্দয়ভাবে ঘাগটিয়া গ্রামেরপাড় কাটা হচ্ছে। মিয়ারচড় এলাকায়ও পাড়া কেটে বালু উত্তোলন করা হচ্ছে। একইভাবে অন্যান্য স্পটেও বালু উত্তোলন করা হয়। স্থানীয় বাসিন্ধারা জানান, নদীরপাড়া কাটায় বাড়ি-ঘর বিলীন হচ্ছে। অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে এ যেন দেখার কেউ নেই। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবী জানাই।

নিউজটি শেয়ার করুনঃ