তাহিরপুরে আওয়ামীলীগনেতা সামসুল হক এখন বিএনপিনেতা! অবধৈ বাংলা কয়লা ব্যাবসার নেতৃত্ব দিচ্ছেন তিনি


স্টাফ রিপোর্টার ঃ
আওয়ামীলীগ আমলের সুবিধাভোগী জেলার তাহিরপুর উপজেলার কলাগাঁও গ্রামের সামসুল হক এখন বিএনপিনেতা। বিগত দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে বঙ্গবন্ধুর শোক দিবসে কালো ব্যাজ ধারন করে শ্রদ্ধা জানাতে আবার কখনো গলায় ফুলের মালা নিতে দেখা গেছে। স্থানীয়রা জানান, সাবেক মেম্বার সামসুল হক আওয়ামীলই করতেন। আওয়ামীলীগ নেতাকর্মীদের সাথে থাকতে দেখা গেছে। এখন বিএনপি পরিচয়ে সীমান্ত এলাকায় চোরা কারবারীদের নেতৃত্ব দিচ্ছেন। জানাযায়, প্রতিদিন রাত ৩ টা থেকে ৫ টা পর্যন্ত চারাগাঁও সীমান্ত দিয়ে চোরাই বাংলা কয়লা আমদানী করে একটি অসাধু চক্র। আমদানীকৃত এসব কয়লা সীমান্ত এলাকার বাসা বাড়িতে জমা রাখা হয়। এসব কয়লার উপর টন প্রতি হাজার দুয়েক টাকা চাঁদা নির্ধারন করেন সামসুল হক মেম্বার। পরবর্তীতে চোরাই বাংলা কয়লা রাতে পাঠ নদী দিয়ে দেশের বিভিন্ন জায়গায় প্রেরন করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন সামসুল হক ও তার তার সহযোগী কলাগাও গ্রামের শাহিন, নজরুল ও সায়েম। সাবেক মেম্বার সামসুল হক বলেন, আমি সুনামগঞ্জ থাকি। বৈধভাবে ব্যাবসা করি। বাংলা কয়লার সাথে আমার সম্পর্ক নেই। রাজনৈতিক ভাবে আমি বিএনপিকে ভোট দেই। আমি কোন পদ-পদবীতে নেই। আওয়ামীলীগ নেতাকর্মীদের সাথে ছবি থাকা প্রসঙ্গে তিনি বলেন, ব্যাবসায়ী হিসেবে সমিতিতে আসা যাওয়া ছিল। যদি কোন ছবি থাকে তা এডিট করা। চারাঁগাও বিওপি’র সিপাহী আবদুল হান্নান বলেন, অবৈধভাবে বাংলা কয়লা আমদানী বন্ধে বিজিবি দায়িত্ব পালন করছে। অভিযোগ পেলে ব্যাবস্থা নেয়া হবে। তাহিরপুর কয়লা আমদানীকারক গ্রুফ চারাগাও শাখার সভাপতি আব্দুস ছামাদ বলেন, চোরাই বাংলা কয়লা আমাদানীর বিষয়টি আমার জানা নেই।

নিউজটি শেয়ার করুনঃ