জেলা কুস্তি এসোসিয়েশনের আয়োজনে জামালগঞ্জে অনুষ্ঠিত হলো গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী কুস্তি খেলা


স্টাফ রিপোটর্ ঃ
এবার জেলা কুস্তি এসোসিয়েশনের আয়োজনে জামালগঞ্জের সাচনা বাজার ইউনিয়নের সেলমেস্তপুর গ্রামে অনুষ্ঠিত হয়েছে কুস্তি খেলা। বিভিন্ন এলাকা থেকে গ্রাম-বাংলার ঐতিহ্য কুস্তি খেলায় কয়েক হাজার দুর্শক উপস্থিত ছিলেন। সেলমেস্তপুর- কুকরাপশি মাঠে অনুষ্ঠিত খেলায় শুকদেবপুর, রাঙ্গামাটি, ব্রাম্মনগাও, বিশ^ম্ভরপুর উপজেলার নলিয়ারপাড়, সদর উপজেলার মাগুরা, তাহিরপুর উপজেলার আনোয়ারপুর, বানিপুর, ফুলভরি, জামালগঞ্জ উপজেলার বিছনা পঞ্চগ্রাম, সেলমেস্তপুরসহ প্রায় ১২ টি টিম অংশ্রগ্রহন করে। খেলা শেষে বিজয়ীদের চ্যাম্পীয়ান ট্রপি এবং প্রত্যেক খেলোয়ারকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। সাচনা বাজার ইউনিয়নের চেয়ারম্যান মাসুক মিয়া সভাপতিত্বে ও কবি শহিদ মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুশফিকীন নুর, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ.ম কামাল, উপজেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক শাহ মোহাম্মদ শাহজাহান, কাশেম আল আজাদ, জামালগঞ্জ উত্তরের চেয়ারম্যান হানিফ, সাবেক চেয়ারম্যান রজব আলী, সাদেক আলী, সাবেক মেম্বার জয়নাল আবেদীন কাঁচা মিয়া, বিআরডিবি’র চেয়ারম্যান বদিউজ্জামান বুধু মিয়া, সায়েম পাঠান, প্রাক্তর প্রভাষক লুৎফুর রহমান, হাসান আহমেদ, কাশেম আহমেদ, ইউপি সদস্য ইসলাম নুর, লুকমান হোসেন, আতাউর রহমান। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে অনুষ্ঠিত খেলায় অংশ গ্রহনকারী ও দর্শকদের ধন্যবাদ জানান কুস্তি এসোসিয়েশনের সভাপতি ড. শাহনুর আলম।

নিউজটি শেয়ার করুনঃ