এবার ভিন্ন কৌশলে ধোপাজানে বালু-পাথর লুট


স্টাফ রিপোর্টার ঃ
এবার ভিন্ন কৌশলে ধোপাজানে বালু-পাথর লুট করছে প্রভাবশালী সিন্ডিকেট। জেলা প্রশাসক ও পুলিশ সুপারের হস্থক্ষেপে নৌ-পথে বালু-পাথর লুট বন্ধ হলেও থেমে নেই বালু-পাথর উত্তোলন। জানাযায়, প্রতি রাতেই ডলুরা থেকে হাজার হাজার ফুট বালু-পাথর ট্রাক দিয়ে আসা হয় হালুয়ারঘাট সংলগ্ন মুক্তিযোদ্ধার চড় ও মিজান ব্রিকফিল্ড এলাকায়। আর এখান থেকেই নিয়ে বাল্কহেড দিয়ে নিয়ে যাওয়া হয় দেশের বিভিন্ন স্থানে। ডলুরা এলাকায় বালু-পাথরবাহী গাড়ী নিয়ন্ত্রন করেন সাদেক নামের এক ব্যাক্তি। স্বপন নামের এক ব্যাবসায়ী জানান, আমাদের এলাকার মানুষজন বেকার। কিছু গাড়ী রাতে মালামাল নিয়ে যায়। বালু-পাথর উত্তোলন করে অনেক শ্রমিকেরা জীবন জীবিকা নির্বাহ করে। হালুয়ারঘাট এলাকার এক বাসিন্ধা জানান, প্রতিরাতেই হালুয়ারঘাট এলাকায় বালি-পাথরবাহী গাড়ী আসে। গত কয়েকদিনে বালি-পাথর নিয়ে আসার পথে দু/একটি গাড়ী পুলিশের হাতে আটক হয়েছে। সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নাজমুল হক জানান, বিষয়টি আমার জানা নেই। যদি স্থল পথে ধোপাজানের বালু-পাথর লুট হয় তাহলে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে। জেলার উর্ধ্বতন পুলিশ কর্তাদের চোখ ফাঁকি দিয়ে অনৈতিক সুবিধা নিয়ে এই সুযোগ দেয়ার অধিকাংশ অভিযোগ নদীর টহলে দায়িত্বে নৌ-পুলিশে কিছু অসাধু সদস্যদের বিরুদ্ধে।

নিউজটি শেয়ার করুনঃ