স্টাফ রিপোর্টার ঃ সুনামগঞ্জের ধোপাজানে বালু লুট বন্ধ হয়েছে। বালু মহালটি ইজারা না হওয়ার কারনে একটি অসাধু চক্র বালু উত্তোলন করে বলগেট দিয়ে দেশের বিভিন্ন স্থানে পাঠিয়ে ব্যবসা করে আসছিল। গত দূর্গাপুজার সময়ে জেলা আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তাকাজে নিয়োজিত থাকার সুবাদে শত শত নৌকা নিয়ে বালু লুট করত প্রভাবশালী চক্র। পরে সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বালু নিয়ে যাহাতে নৌকা চলতি নদী দিয়ে বের হতে না পারে সেজন্য বাঁশ দিয়ে নদীর প্রবেশ পথ বন্ধ করে দেন। কিন্তু বাঁশের বাধ কোন কাজে আসেনি। পরবর্তীতে সুনামগঞ্জ পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন নৌকা দিয়ে নদীর প্রবেশ মুখ বন্ধ করে দেন। যার ফলে গত ১৫ দিন ধরে বন্ধ রয়েছে বালু লুট। পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন বলেছেন, বালু লুটের সাথে পুলিশ বিভাগের যারা জড়িত ছিল তাদের বদলী করা হয়েছে। বর্তমানে কোন নৌকা প্রবেশ কিংবা বাহির হতে পারছেন।

নিউজটি শেয়ার করুনঃ