স্টাফ রিপোর্টার ঃ
বাংলদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জামালগঞ্জ উপজেলার জামালগঞ্জ উত্তর ইউনিয়নের আয়োজনে কর্মী সভায় এক বক্তার বক্তব্যে ”জয় বাংলা জয় বঙ্গবন্ধু ” শ্লোগান উচ্চারিত হওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। জানা যায় , গত শুক্রবার উপজেলার স্থানীয় সাচনা বাজারে কর্মী সভার আয়োজন করে জামালগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপি। জামালগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আক্কাস মুরাদের সভাপতিত্বে ও জামালগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ হিরন মিয়ার সঞ্চালনায় সভা শুরু হয়। সভায় যোগদান কালে দলীয় শ্লোগানের পরিবর্তে সারাক্ষণ ”মাহবুব ভাইকে এমপি হিসেবে দেখতে চাই ” মাহবুব ভাইয়ের ঘাঁটি , জামালগঞ্জের মাটি ” এমন শ্লোগানেই মুখরিত ছিল। সভায় বক্তব্যকালে সৈয়দ দিন ইসলাম স্বপন নামের এক বক্তা বক্তব্যের শেষ প্রান্তে । ”জয় বাংলা জয় বঙ্গবন্ধু ” শ্লোগান দেন। প্রশ্ন উঠেছে যে , জামালগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জালাল উদ্দিন ফারুকী কর্র্মী সভায় আমন্ত্রণ পাননি ? যেখানে জামালগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উক্ত কর্মী সভার বিষয়ে অবগত নন তাহলে কে বা কারা কার নির্দেশনায় উক্ত কর্মী সভার আয়োজন করেছে ? জালাল উদ্দিন ফারুকী জানান , শুক্রবারের এই কর্মী সভার যারা আয়োজন করেছে তাদের সবাই পরোক্ষ ও প্রত্যক্ষ ভাবে কোন কোন কাজে আওয়ামীলীগের সাথে জড়িত। উত্তর ইউনিয়ন বিএনপি সভাপতি আলী আক্কাস মুরাদ বিগতদিনে যখন বিএনপির নির্বাচন হয়েছে তখনই নীরব রয়েছেন, এমনকি তাঁর নিজ সেন্টারে ধানের শীষের ভোট শুন্য ছিল। বহিঃস্কৃত সাধারণ সম্পাপদক মোহন ২০১৮ সালে দিকে বিনপির কোন কার্যক্রমে অংশ গ্রহণ করেন নাই সর্বক্ষণ প্রকাশ্যে জেলা আওয়ামীলীগের সহ সভাপতি রেজাউল করিম শামীমের সাথেই আওয়ামীলীগের কার্যক্রমে তাকে দেখা যেত।