বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে- নবাগত জেলা প্রশাসক


স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ ইলয়িাস মিয়ার সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে জেলা প্রশাসকের সম্মলেন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, বৈষ্যম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্বে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এ সময় তিনি সবার সহযোগিতা কামনা করেন। জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিনিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ররজাউল করীম, অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল, এনডিসি মোঃ মোস্তাফিজুর রহমান ইমন, নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুল হাসান। জেলার সমস্যা ও সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমেদ, সাধারণ সম্পাদক রওনক বখত, রিপোটার্স ইউনিটি’র সাবেক সভাপতি সভাপতি লতিফুর রহমান রাজু, দৈনিক সুনামকণ্ঠ পত্রকিার ্রসম্পাদক বিজন সেন রায়, দৈনিক সুনামগঞ্জরে খবর পত্রিকার সম্পাদক সম্পাদক পংকজ কান্তি দে, দৈনিক সুনামগঞ্জরে সময় পত্রিকার সম্পাদক মোঃ সেলিম আহমদ, বাসস এর জেলা প্রতিনিধি আল হলোল, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি’র সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী, বাংলাদশে প্রতিদিন ও বাংলাভিশনের জেলা প্রতিনিধি মাসুম হলোল, দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি মহসিন রেজা মানিক, সময় টেলিভিশনের প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্র, ইন্ডিপেনডেন্ট টিভি’র জেলা প্রতিনিধি জাকির হোসেন, সাংবাদিক সিরাজুল ইসলাম শ্যামল, ফরিদ মিয়া, মুহাম্মদ আমনিুল হক, এনটিভি’র স্টাফ রিপোর্টার শাহজামান চৌধুরী গিয়াস, মাই টিভি’র প্রতিনিধি হানিফ, আরটিভি’র প্রতিনিধি মোহাম্মদ শহীদ নূর আহমেদ, রাজু আহমদ রমজান, মোহাম্মদ নুর।

নিউজটি শেয়ার করুনঃ