সুনামগঞ্জের ৫ টি নির্বাচনী আসনে প্রার্থী দেবে জামায়াত


স্টাফ রিপোর্টার ঃ
গত ৫ আগস্ট সরকার পতনের পর নড়েচড়ে বসছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দীর্ঘ ১৬ বছর পর দেশের বিভিন্ন স্থানে সভা-সমাবেশ করছে নির্যাতিত এ সংগঠনটি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদের পরিবারকে দেখতে রংপরে যান জামায়াতে আমীর মাওলানা ডাঃ শফিকুল রহমান। এভাবে একে একে আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের পাশে রয়েছে জামায়াত। এছাড়া ফেনী, কুমিল্লাসহ দেশের বন্যা দুর্গতের পাশে থাকতে পিছিয়ে নেই তারা। ক্রমেই জনপ্রিয় হয়ে উঠেছে দেশের গনমানুষের সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলাম। দুর্যোগে-দুর্ভোগে দেশের মানুষের পাশে থাকার পাশাপাশি সুকৌশলে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন তারা। এবার সুনামগঞ্জের ৫ টি আসনেই প্রার্থী দেবে দেশের ইসলামপন্থীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী। একটি সুত্র জানায়, বাংলাদেশ জামায়াতে ইসলামী ২০০ আসনে প্রার্থী চুড়ান্ত করেছে। এ তালিকায় রয়েছে সুনামগঞ্জের ৫ টি নির্বাচনী আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম। প্রার্থীরা হলেন সুনামগঞ্জ-১ আসনে মাওলানা তোফায়েল আহমদ খাঁন, সুনামগঞ্জ-২ আসনে হাফেজ নুরুল আলম সিদ্দিকী, সুনামগঞ্জ-৩ আসনে মাস্টার নুরুল হেকিম, সুনামগঞ্জ-৪ আসনে এডভোকেট মুহাম্মদ শামস উদ্দিন, সুনামগঞ্জ- ৫ আসনে আব্দুস সালাম আল মাদানী।

নিউজটি শেয়ার করুনঃ