আজহারুল ইসলাম খোকনের মৃত্যুতে শোক


স্টাফ রিপোর্টারঃ
জামালগঞ্জের সাচনা বাজার ইউনিয়নের রামনগর গ্রামের সমাজ সেবক মাজহারুল ইসলাম রুকনের ভাই আজহারুল ইসলাম খোকন (২৭) ইন্তেকাল করেছে। গত ২৯ আগস্ট বিকেল ৪ ঘটিকার সময় নরসিংদী’র কালিপুর এলাকায় আরএফএল এর কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ্ কারখানায় কর্মরত শ্রমিকেরা বেরিয়ে আসলেও অগ্নিকান্ড ঠেকাতে এগিয়ে যায় আজহারুল ইসলাম খোকন। এ সময় অগ্নিদগ্ধ হয়ে মারা যায় মাজহারুল ইসলামের ছোট ভাই খোকন। মৃত্যুকালে মা, ভাই-বোন, স্ত্রীসহ অনেক আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর সমবেদন ও শোক প্রকাশ করেছেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমেদ, সাধারন সম্পাদক রনক আহমেদ, শাহরিয়ার বিপ্লব, রিপোর্টার্স ইউনিটি’র সাবেক সভাপতি লতিফুর রহমান রাজু, রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি সভাপতি মাহবুবুর হেমান পীর. সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল আল আজাদ, আব্দুল মুকিত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান আহমদ ভুইয়া, সাচনা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া, দৈনিক সুনামগঞ্জের সময় পত্রিকার সম্পাদক সেলিম আহমদ, সাবেক সেনা সদস্য আব্দুর রকিব, সাচনা বাজার ইউনিয়নের সদস্য তারা মিয়া, সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান, কয়ছর আহমেদ, সমাজসেবক রফিক মিয়া, শামিম আহমদ, সোহেল আহমদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুনঃ