ভারতীয় গরু ব্যাবসায় কোটিপতি বিশ^ম্ভরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান রফিক


স্টাফ রিপোর্টার ঃ
বিশ^ম্ভরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগনেতা রফিকুল ইসলাম তালুকদারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যাবহার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। সে চিনাকান্দি গ্রামের মকবুল হোসেনের ছেলে। রফিকুল ইসলাম জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ¦ মতিউর রহমান ও বর্তমান সভাপতি নুরুল হুদা মুকুটের হাত ধরেই আওয়ামী রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেন। এরপর থেকেই আর পেছনের দিকে তাকাতে হয় না। নেতাদের প্রভাব খাটিয়ে ২০০৮ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত ইজারা ছাড়াই ঐতিহ্যবাহী চিনাকান্দি গরু বাজার থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেয় দুর্নীতিবাজ রফিক। ২০১৬ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত নামমাত্র ইজার মুল্যে দিয়ে গরু বাজার ভোগ করছেন নামে। এছাড়া দুই মেয়াদে ৫ বছর ধনপুর ইউপি চেয়ারম্যান হওয়ার সুবাধে ভারতীয় গরু কারবারীদের মদদ দিচ্ছেন তিনি। সীমান্ত দিয়ে আসা গরু চিনাকান্দি বাজারে আনা হলেই ২৫০০ হাসিল দিয়ে বৈধতা দেন সাবেক চেয়ারম্যান রফিক। এভাবে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে সম্পদের পাহাড় গড়েছেন তিনি। শুধু তাই নয় ভারতীয় চিনি, পেয়াজ, কসমেটিক্স ব্যাবসায় সম্রাজ্য গড়ে তুলেছেন। এ ব্যাপারে সাবেক চেয়ারম্যান রফিকের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়। চলবে

নিউজটি শেয়ার করুনঃ