সুনামগঞ্জের কাঠইর-জামালগঞ্জ সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন


স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের কাঠইর-জামালগঞ্জ সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় সদর উপজেলার সর্দারপুর পয়েন্টে এলাকার তরুন ও যুবসমাজের উদ্যোগেএ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণীপেশার শতাধিক মানুষ এ মানববন্ধনে অংশ নেন। জানা যায়, গত বন্যায় কাঠইর-জামালগঞ্জ রাস্তাটি ভেঙ্গে বড় রড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে যান চলাচল প্রায় বন্ধ হওয়ার পথে। এ রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ সিলেট-সুনামগঞ্জ, জামালগঞ্জ-ধর্মপাশা সহ বিভিন্ন উপজেলায় যাতায়াত করে থাকেন। স্কুল কলেজের শিক্ষার্থীরা চলাচলে ও রোগীদের হাসপাতালে নিতে অসহনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। মানববন্ধনে এলাকাবাসী বলেন, গত জুন মাসের ভয়াবহ বন্যায় রাস্তাটি ভেঙ্গেচুরে বেহাল দশায় পরিণত হওয়ায় এলাকার হাজার হাজার মানুষের যাতায়াতে চরম ভোগান্তির কারণ হয়ে উঠেছে। রোগী নিয়ে সময়মত হাসপাতালে যাওয়া যায় না। এ পথে ঝুঁকি নিয়ে কিছু গাড়ি চলায় দুর্ঘটনার আশংকা রয়েছে। দ্রুত রাস্তাটি সংস্কার করা এখন সকলের প্রাণের দাবি হয়ে উঠেছে। মানববন্ধনে তরুন সমাজসেবী কামরুল হাসানের সঞ্চালনায় এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য আজিজুর রহমান, আমিরুল হক, জুলহাস উদ্দিন, শামসুজ্জামান, নিসচা’র জেলা সভাপতি মোশাহিদ আলম মহিম, সাধারণ সম্পাদক আবু হানিফ, লিয়াকত আলী, আকিকুল ইসলাম, শহীদ মিয়া, আলী আহমদ বাবলু, কবির হোসেন, তৈয়বুর রহমান, দিলোয়ার হোসেন, চন্দ্রা দত্ত, মইনুল হক, আল আমীন প্রমুখ।

নিউজটি শেয়ার করুনঃ