সুনামগঞ্জে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করলেন পলিন

কোটাসংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ’হত্যাযজ্ঞ ও ধ্বংসযজ্ঞ’ সম্পর্কে জনগণ সচেতন করতে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সচেতনতা মূলক লিফলেট বিতরণ।

স্টাফ রিপোর্টার::
কোটাসংস্কার আন্দোলনের ওপর ভর করে ‘বিএনপি-জামায়াতের চালানো হত্যাযজ্ঞ ও ধ্বংসযজ্ঞ’ সম্পর্কে দেশবাসীকে সচেতন করতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসবে সুনামগঞ্জের লিফলেট বিতরণ করছে জেলা আওয়ামীলীগ।

সোমবার (২৯ জুলাই) দুপুরে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন এর নেতৃত্বে শহরের ট্রাফিক পয়েন্ট, পুরাতন বাস স্টেশন, মধ্যবাজারসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় দলের কেন্দ্রীয় প্রকাশনা বিভাগ থেকে ছাপানো এই লিফলেট বিতরণ করা হয়।

এ সময় জেলা আওয়ামী লীগের সহসভাপতি এডভোকেট চান মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নজরুল ইসলাম শেফু, দপ্তর সম্পাদক এডভোকেট বিমান কান্তি রায়, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট মাহবুবুল হাছান শাহীন, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শুভ বণিক, সদস্য সাজ্জাদ হোসেন নাহিদ, শাহারুল আলম আফজাল, জেলা সেচ্ছাসেবকলীগের সহসভাপতি ঝন্টু তালুকদার সহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ