কোটাবিরোধীরা সুনামগঞ্জে বিশৃঙ্খলা করলে দাতভাঙ্গা জবাব দেব: পলিন

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন বলেছেন, কোটা সংস্কারের দাবিতে চলমান ছাত্র আন্দোলনের নামে শান্তিপূর্ণ এই সুনামগঞ্জ শহরে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে তার দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে। আন্দোলনকারীরা এই আন্দোলনটিকে সরকার উৎখাতের হাতিয়ার হিসেবে ব্যবহার করে অবৈধভাবে ক্ষমতা দখলের নীলনকশা বাস্তবায়ন করতে তৎপর হয়ে উঠেছে বলেও জানান তিনি।

বুধবার সকাল সাড়ে ১১ টায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখ্ত পলিনের নেতৃত্বে শান্তি মিছিল করে ট্রাফিক পয়েন্টে সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। পরে উকিলপাড়ায় বীর মুক্তিযুদ্ধা ও দলীয় নেতাকর্মীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

পলিন বলেন, সরকারি চাকুরিতে কোটা সংস্কারের দাবিটি আদালতের বিচারাধীন বিষয়। বিচারের রায় ও পরামর্শ অনুযায়ী সরকার এ ব্যাপারে যৌক্তিক ও যথাযথ সিদ্ধান্ত নিতে পারে। এর বাইরে কোন সিদ্ধান্ত গ্রহণ অবশ্যই অসাংবিধানিক ও নীতি নৈতিকতা বিবর্জিত। এই বাস্তবতাকে পরিহার করার কোনো বিধিসম্মত উপায় ও সুযোগ নেই। 

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট চান মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নজরুল ইসলাম শেফু, সাংগঠনিক সম্পাদক জিতেন্দ্র তালুকদার পিন্টু, দপ্তর সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট মাহবুবুল হাসান শাহীন, এডভোকেট বিমান কান্তি রায়, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক স্বপন রায় সপু, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শুভ বণিক, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল হোসেন সহ অসংখ্য দলীয় নেতা কর্মী উপস্থিত ছিলেন। 

নিউজটি শেয়ার করুনঃ