তাহিরপুরে উপজেলার মাহতাবপুর গ্রামে গোলাপ বাহিনীর হামলায় আহত ৬


স্টাফ রিপোর্টার::
তাহিরপুর উপজেলার মাহতাবপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছে রশিদ মিয়া (৪৫), আবুল কাসেম (৩৫), সামারুল বেগম (৩৫), সিরাজ মিয়া (৬০), জলিল মিয়া (৪৫), মকরু মিয়া (৬০), রিফাত মিয়া (৬০ কে পিঠিয়ে গুরুতর আহত করেছে একই গ্রামের মৃত গেদু মিয়ার ছেলে গোলাপ মিয়া, আবদাল মিয়া, আলী আকবরের ছেলে রাইফুল ইসলাম , সামছুল মিয়ার ছেলে আলী আকবর, মৃত জরিফ মিয়ার ছেলে মৃদুল মিয়াসহ একটি সংঘবদ্ধ চক্র। এ বিষয়ে মরম আলী বাদী হয়ে তাহিরপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয় বিবাদিরা উগ্র ও দাঙ্গাবাজ লোক। পুর্ব বিরোধের জের ধরে বিবাদিরা পরিকল্পিতভাবে দেশীয় অস্্র শস্্র নিয়ে ২ জুলাই ২০২৪ ইং সকাল ৯ টায় মরম আলী ও তার স্বজনদের বাড়ীতে অনাধিকার প্রবেশ করে চিৎকার করে যে বাপের বেটা হলে ঘর থেকে বের হয়ে আয়। ঐ সময় ছোট ভাই রশিদ মিয়া ও আবুল কাসেম ঘর থেকে বের হয়ে প্রতিবাদ করিলে বিবাদী গোলাপ মিয়া হুমক দেয় শালার বেটাদের খুন করে ফেল। হুমক পেয়ে বিবাদী রাজিব মিয়ার হাতে থাকা রামদা দিয়ে হত্যার উদ্দেশ্যে কুপ মাড়িয়া স্বাক্ষী রশিদ মিয়ার মাথার বাম পাশে গুরুতর রক্তাত জখম করে। বিবাদী রাইবুল ইসলামের হাতে থাকা রামদা দিয়ে খুন করার উদ্দেশ্যে মাথা লক্ষ্য করিয়া খুব মারিলে স্বাক্ষী আবুল কাসেম আহত হয়। এ ব্যাপারে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ জানান, অভিযোগটি পেয়েছি। তদন্ত পুর্ব আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুনঃ