তাহিরপুর প্রতিনিধিঃ-
তাহিরপুরে ৮৫ লিটার চোলাই মদ উদ্ধার ও প্রায় দেড় হাজার লিটার চোলাই মদ ধ্বংস করেছে ডিবি পুলিশ। এ সময় আকবর মিয়া (৩৫) নামে এক জনকে মদ সেবনরত অবস্থায় আটক করেছে । আটককৃত আকবর মিয়া তাহিরপুর সদর ইউনিয়নের ধুতমা গ্রামের বাসিন্দা। এসময় তার নিকট হতে চোলাই মদ বিক্রির ৩ হাজার টাকা জব্দ করা হয়। গত শনিবার রাতে তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের রতনশ্রী গ্রামের মুচি বাড়িতে এসআই তোফাজ্জল হোসেন ও এএসআই এরশাদ আলীর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। তাহিরপুর থানা পুলিশের সদস্যরাও মাদক বিরোধী অভিযানে অংশ নেন। অভিযানের বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দন কান্তি ধর বলেন, অভিযানে ১ জনকে আটক ও চোলাই মদ বিক্রির ৩ হাজার টাকা জব্দ করা হয়েছে। মাদক আইনে ১ জনকে গ্রেপ্তার ও ১ জনকে পলাতক দেখিয়ে তাহিরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে