জামালগঞ্জে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা,বাড়ি বাড়ি ভোট চাইছেন প্রার্থীরা


স্টাফ রিপোর্টার ঃ
জামালগঞ্জে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা। ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। ভোটারদের মন জয় করতে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন আর যাচ্ছেন প্রতিশ্রুতি দিচ্ছেন উন্নয়নের। দ্বিতীয় দাফে আগামী ২১ মে ২০২৪ ইং উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি রেজাউল করীম শামিম, সাচনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল হক আফিন্দী ও ইকবাল আল আজাদ, ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা গোলাম জিলানী আফিন্দী রাজু, আকবর হোসেন, আব্দুল্লাহ আল মামুন ও মকবুল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন হাফিজা আক্তার দীপু, বীনা রানী দাশ, মার্জিনা ইসলাম। চেয়ারম্যান প্রার্থী রেজাউল করীম শামিম বলেন, জামালগঞ্জ উপজেলাকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলতে চাই। তাই উন্নয়নের পক্ষে দলমত নির্বিশেষে আগামী ২১ মে নির্বাচনী প্রতিক মোটর সাইকেলে ভোট দেয়ার আহবান জানান। চেয়ারম্যান প্রার্থী নুরুল আফিন্দী বলেন, আমি নির্বাচিত হলে আইনশৃঙ্খলার বিষয়ে গুরুত্ব দেবো। উপজেলা বিভিন্ন গ্রামের দলাদলি লাগিয়ে রাখে একশ্রেনীর মানুষ। গ্রামে গ্রামে শান্তি ফিরিয়ে আনতে ও জামালগঞ্জের উন্নয়নে কাজ করে যাবো। আমি কৃষকের সন্তান, সাধারন জনগনের সাথে মিলেমিশে কাজ করতে চাই। চেয়ারম্যান প্রাথী ইকবাল আল আজাদ বলেন, আমার বাবা মরহুম ইউসুফ আল আজাদ ৮ বারের নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন। সেই পিতার সন্তান হিসেবে জনকল্যাণে কাজ করতে চাই, তারণ্যের শক্তি জনগনের কল্যাণে বিলিয়ে দিতে চাই। তবে সাধারন ভোটারদের দাবী, সুখে-দুঃখে পাশে থাকাসহ উন্নয়নে যিনি আন্তরিক হবেন তাকেই বেছে নেবে জামালগঞ্জ উপজেলার ভোটাররা। জামালগঞ্জ উপজেলার ৬ টি ইউনিয়নে পুরুষ ভোটার ৬৭৫৮৪ জন, মহিলা ভোটর রয়েছেন ৬৪ হাজার ১ শ ৬৫ জন, হিজড়া ১ জনসহ মোট ১ লক্ষ ৩১ হাজার ৭ ৫০ জন ভোট প্রয়োগ করবেন।

নিউজটি শেয়ার করুনঃ