স্টাফ রিপোর্টার::
২৪৫০ পিচ ইয়াবাসহ সুনামগঞ্জ থেকে তেরাব আলী (৩০) নামে এক মাদক ব্যবসায়িকে আটক করেছে র‌্যাব-৯ এর সিপিসি-৩ এর একটি দল। গত সোমবার বিকালে সুনামগঞ্জ শহরের একটি রেস্টুরেন্ট থেকে তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‌্যাব -৯ সিপিসি-৩ সুনামগঞ্জের কমান্ডার সিঞ্চন আহমদে। আটককৃত মাদক ব্যবসায়ি সিলেট কো¤পানি থানার চিকাডর গ্রামের বুলায় মিয়া ছেলে। সে একজন পেশাদার মাদক ব্যবসায়ি। তার বিরুদ্ধে একাধিক মামলা থাকতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সিপিসি-৩ সুনামগঞ্জ ক্যা¤েপর অধিনায়ক সিঞ্চন আহমদে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শহরের একটি রেস্টুরেন্ট থেকে বিপুল ইয়াবাসহ একজন পেশাদার মাদক ব্যবসায়িকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে তাঁকে সদর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুনঃ