স্টাফ রিপোর্টার ঃ
স্টাফ রিপোর্টার ঃ দোয়ারাবাজার উপজেলার নাইন্দার হাওরে চারটি ফসলরক্ষাবাঁেধর পিআইসি সভাপতি নিজ স্বজনদের দিয়ে নামমাত্র মাটি ফেলে হরিলুট শুরু করেছেন সাবেক ইউপি সদস্য তজির আলী। প্রতিবছরই এমপি’র লোক পরিচয়ে নামে বেনামে পিআইসি কমিটি ভাগিয়ে নেন দুর্নীতিবাজ তাজির আলী। নাইন্দার হাওরে সরেজমিনে গিয়ে দেখা যায়, ১৪ নাম্বার পিআইসি নামমাত্র মাটি ফেলে রেখেছেন। এ ছাড়া তাজির মেম্বারের বড় ভাই নুরুল ইসলাম ও তারই শালা নজরুলসহ ভাগিয়ে নেয়া ৪টি পিআইসি’র কাজ ঝুঁকিপুর্ন। দুর্মোজ ও দুর্বাঘাস লাগানো হয়নি। স্থানীয় বাসিন্ধরা জানান, তাজির আলী প্রতিবছরই বাঁেধের কাজ আনে তার আত্মীয় স্বজনের নামে, কিন্তু কাজ করায় সে নিজে। নিম্নমানের কাজ করে প্রতিবছরই সরকারী টাকা লুট করে। এ ব্যাপারে তাজির আলী’র মোবাইল ফোনে যোগাযোগ করা হলে ফোন রিসিভ করেননি।