স্টাফ রিপোর্টার:: দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের বাংলাবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থ দোকানপাট পরিদর্শন করেছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন।
শনিবার (৯ মার্চ) বিকেলে ঘটনাস্থলে গিয়ে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন।
এ সময় জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও বিশিষ্ট শিল্পপতি প্রদ্যুৎ কুমার তালুকদার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদেরকে ১০ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা প্রদান করেন। এসময় জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শুভ বণিক, দীপঙ্কর ভট্টাচার্য কাঞ্চু, তানজিল রহমান, জেলা ছাত্রলীগের উপ-ধর্ম বিষয়ক সম্পাদক দীপ্ত দাস তন্ময় সহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৪ফেব্রুয়ারি শনিবার রাত সাড়ে ৮ টায় দিরাই উপজেলা রফিনগর ইউনিয়নের বাংলাবাজারে ১০ ব্যবসায়ীর দোকানে আগুন লেগে মালামালপুড়ে ছাই হয়।