প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার::

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরীকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার বিকেলে সিলেট জেলা আওয়ামী লীগের আয়োজনে নগরীর কিনব্রিজের চাঁদনীঘাট এলাকায় নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী আব্দুর রহমান। সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী৷ প্রধান বক্তার বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সৈয়দা জেবুন্নেছা হক। 

এসময় উপস্থিত ছিলেন, সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রনজিত সরকার, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শুভ বণিক, সদস্য লিটন সরকার, সাজ্জাদ হোসেন নাহিদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুনঃ