স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন এর শীতবস্ত্র উপহার পেয়েছেন সদর উপজেলার কোরবাননগর ইউনিয়নের লালারচর গ্রামের শতাধিক শীতার্ত মানুষ।
বুধবার শীতার্তদের হাতে এসব শীতবস্ত্র তুলে দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নজরুল ইসলাম সেফু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট মাহবুবুল হাসান শাহীন, সদস্য সাজ্জাদ হোসেন নাহিদ, শাহারুল আলম আফজল, জেলা সেচ্ছাসেবক সভাপতি শোয়েব চৌধুরী ও জেলা আইনজীবী পরিষদের সদস্য এডভোকেট শামীম আহমেদ সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।
শীতবস্ত্র হাতে পেয়ে শীতার্তরা বলেন, তীব্র এই শীতের মধ্যে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখ্ত পলিন মহোদয়ের দেওয়া উপহার আমরা পেয়েছি। আমাদের কষ্টের কথা চিন্তা করে তিনি যে এসব শীতবস্ত্র পাঠিয়েছেন এতে আমরা কৃতজ্ঞ। পলিন সাহেবের জন্য দোয়া করি তিনি যেন আমাদের মাঝে দীর্ঘদিন বেঁচে থাকেন এবং এভাবেই আমাদের পাশে থাকতে পারেন সেই আশা রাখছি।