শ্রমিকলীগ সভাপতি সেলিম গ্রেফতারের ঘটনায় তোলপাড়, তীব্র নিন্দা


স্টাফ রিপোর্টার ঃ
সুনামগঞ্জে অভ্যন্তরীন রাজনৈতিক দ্বন্দ্বের বলি হলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রিয় কমিটি’র সাবেক সদস্য ও সুনামগঞ্জ জেলা শ্রমিকলীগের সভাপতি সেলিম আহমদ। গত ২২ জুলাই তাহিরপুর থানায় ০৭ নং মামলায় এজহারভুক্ত আসামী না হওয়ার পরেও অজ্ঞাতনামার আওতায় তাকে গ্রেফতার করে জেলা হাজতে প্রেরন করা হয়েছে। গ্রেফতারের ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্ঠি হয়েছে। এদিকে তাকে গ্রেফতারের পর তীব্র নিন্দা ও মুক্তির দাবী জোরালো হচ্ছে। জানাযায়, গত ৯ জুলাই মঙ্গলবার রাত ১১ টায় বিআইডাব্লিউটিএ’র ইজারাপ্রাপ্ত রনির জেটিতে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন জেলা যুবদলের সহ সভাপতি অলিউর রহমান । এ সময় বাদাঘাট ইউপি’র সাবেক চেয়ারম্যান জালাল মিয়ার ছেলে তারেক, মুর্শেদের নেতৃত্বে একটি গ্রুপ অফিসে এসে ১০ লাখ টাকা চাঁদা দাবী করে। টাকা না দিলে হুমকি প্রদর্শন করেন। পরকর্তীতে ১০ জুলাই ২০২২ ইং তারিখে মামলার বাদীসহ ৩ জনকে অফিস থেকে তুলে নিয়ে বিবাদীদের গ্রাম মোদেরগাঁও নিয়ে আব্দুল লতিফের বাড়িতে নির্যাতন চালায়। এ ঘটনায় ২২ জুলাই তাহিরপুর থানায় যুবদলনেতা অলিউর রহমান বাদী হয়ে ৭ জনের নামউল্লেখসহ অজ্ঞাতনামা ৭/৮ জনকে আসামী করা হয়। এ মামলায় জেলা শ্রমিকলীগ সভাপতি ও বিশিষ্ঠ ব্যবসায়ী সেলিম আহমদকে মামলার অজ্ঞাতনামা আসামী হিসেব গ্রেফতার করা হয়েছে। এলাকায় স্থানীয়রা জানান, এ ঘটনার সাথে শ্রমিকলীগ সভাপতি সেলিম আহমদের কোন সম্পৃক্ততা নেই। আমাদের জানামতে, গত ১৫ ই আগস্ট জাতিরজনক বঙ্গবন্ধু’র শাহাদাৎ বার্ষিকী ও শোক দিবস উপলক্ষে শ্রমিকলীগের সভাপতি সেলিম আহমদের নেতৃত্বে তাহিরপুর বাজারে বিশাল শোক সভা অনুষ্ঠিত হয়। পৃথক আরেকটি শোক সভায় গন জমায়েত ছিল না। এতেই ক্ষুব্ধ হয়ে উঠে প্রভাবশালী নেতারা। সেলিমের জনপ্রিয়তায় ঈর্শ্বান্বিত হয়ে যুবদুলনেতার মামলাকে কাজে লাগিয়ে তাকে অজ্ঞাতনামার তালিকায় গ্রেফতার করে কারাগারে প্রেরন করা হয়। অন্য একটি সূত্র জানায়, বিআইডাব্লিউটিএ’র কাছ থেকে ইজারাপ্রাপ্ত দাবী পাঠলাই নদীতে বেপরোয়া চাঁদাবাজী করে আসছে মামলার বাদী পক্ষ। চাঁদাবাজীর ঘটনায় একাধিক অভিযোগ রয়েছে। এবং সেলিম আহমদ চাঁদাবাজী বন্ধে তীব্র প্রতিবাদ জানাতেন। এ প্রতিবাদই কাল হলো সেলিমের। এদিকে জেলা শ্রমিকলীগের সভাপতি গ্রেফতারের খবরে সামাজিক মাধ্যমে প্রতিবাদের ঝড় উঠেছে। এবং দ্রুততম সময়ে’র ভিতরে তাকে মুক্তি’র দাবী জানান।

নিউজটি শেয়ার করুনঃ