সুনামগঞ্জে ‘স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার::

স্টাফ রিপোর্টার :: ১০ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১০ জানুয়ারি) পৌর শহরের রমিজ বিপনীস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. চাঁন মিয়া’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন। 

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার জনগণের জন্য তাঁর নীতি ও আদর্শের প্রশ্নে কোনো ছাড় দেন নি। দেশের মানুষের মুক্তি ও স্বাধীনতার জন্য পাকিস্তানের বন্দি কারাগারে নিজের জীবন বিসর্জন দিতেও প্রস্তুত ছিলেন। আমরা আজকের এই সভায় শ্রদ্ধার সাথে স্মরণ করছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ মহান মুক্তিযুদ্ধে নিহত ৩০ লাখ শহীদদের প্রতি। 

সুনামগঞ্জ জেলা বাসীকে নৌকা প্রতীকে ভোট দেওয়ায় আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে নোমান বখত পলিন বলেন, সুনামগঞ্জ বাসী যেভাবে জেলা আওয়ামী লীগের ডাকে সারা দিয়ে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থীদের নৌকা প্রতীকে ভোট দিয়ে ৫টি আসনের মধ্যে ৪টি আসনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করেছেন তা এর আগে কখনও হয় নি৷ আমরা নতুন কমিটি হওয়ার পরে কথা দিয়েছিলাম সুনামগঞ্জ-৪ আসনে নৌকা প্রতীক নিয়ে আসবো, আমরা আমাদের কথা রেখেছি, জনগণও তাদের কথা ভোটের মাধ্যমে রেখেছেন। সুনামগঞ্জ-৪ আসনে নৌকা প্রতীকের বিজয় হয়েছে। 

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম সেফু, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট কল্লোল তালুকদার চপন, শ্রম সম্পাদক ফজলুল হক প্রমুখ। 

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি করুণা সিন্ধু চৌধুরী বাবুল, সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট বিমান কান্তি রায়, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুল হাছান শাহীন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক স্বপন রায় সপু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সবুজ কান্তি দাস, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শুভ বণিক, সদস্য শাহারুল আলম আফজল, পৌর আ.লীগের সহসভাপতি শফিকুল ইসলাম শফিক, আ.লীগ নেতা শাহীন হোসেন, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সদস্য অ্যাডভোকেট শামীম আহমেদ, স্বেচ্ছাসেবকলীগ নেতা এবি সিদ্দিক পল, সোহাগ ইসলাম, সম্রাট, জেলা ছাত্রলীগের উপ-ধর্ম বিষয়ক সম্পাদক দীপ্ত দাস তন্ময়, প্রমুখ।

নিউজটি শেয়ার করুনঃ