স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন বলেছেন, দেশে চলমান শান্তি ও উন্নয়ন বজায় রাখতে আওয়ামী লীগ সরকারের কোনো বিকল্প নেই। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। তাই আগামীতেও শেখ হাসিনার সরকার দরকার। এজন্য আগামী ৭জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতার প্রতীক নৌকা প্রতীকে ভোট দিতে হবে।
রবিবার বিকেলে সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে মঙ্গলকাটা উচ্চ বিদ্যালয় মাঠে সুনামগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. মোহাম্মদ সাদিক এর সমর্থনে আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. মোহাম্মদ সাদিক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল, সদর উপজেলা আ.লীগের সভাপতি হাজ্বী আবুল কালাম প্রমূখ।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের. সহসভাপতি করুনা সিন্ধু চৌধুরী বাবুল, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শুভ বণিক, সদস্য সাজ্জাদ হোসেন নাহিদ, শাহারুল আলম আফজল, জেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ঝন্টু তালুকদার, জেলা ছাত্রলীগের উপ-ধর্ম বিষয়ক সম্পাদক দীপ্ত দাস তন্ময় প্রমুখ।