স্বতন্ত্রপ্রার্থী সেলিম আহমদের সহোদর ভাইসহ সমর্থকদের হাতে জীবন্ত ঈগল


স্টাফ রিপোর্টার ঃ
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন সুনামগঞ্জ-১ আসনের স্বতন্ত্রপার্থী মোঃ সেলিম আহমদ। নির্বাচনে জীবন্ত বিপন্নপ্রাণী ব্যবহার না করার নির্দেশ থাকলেও স্বতন্ত্রপ্রার্থী সেলিম আহমদের সহোদর ভাই তোফায়েল আহমদ রয়েল ও সমর্থকদের হাতে নির্বাচনী প্রতিক জীবন্ত ঈগল নিয়ে প্রচার-প্রচারণা করতে দেখা যায়। স্বতন্ত্রপ্রার্থী সেলিম আহমদ বলেন, আমার ভাই বা সমর্থক কেউ জীবন্ত ঈগল ব্যবহার করছে কিনা সেটা আমার জানা নেই। সুনামগঞ্জ জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী বলেন, নির্বাচনী প্রচার-প্রচারণায় কোন প্রার্থী জীবন্ত প্রাণী ব্যবহার করতে পারবেন না। যদি কেউ ব্যবহার করে থাকে তাহলে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুনঃ