সুনামগঞ্জের-৫টি আসনে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানালেন পলিন

তানভীর আহমেদঃ
দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সুনামগঞ্জের-৫টি আসনে আগামী ৭ই জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন। তিনি বলেন, নৌকায় ভোট দিয়ে সারা দেশের ন্যায় সুনামগঞ্জেও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। আওয়ামী লীগ ক্ষমতায় এলেই দেশের উন্নয়ন হয়। দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করাই আওয়ামীলীগ সরকারের একমাত্র লক্ষ্য। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখার পাশাপাশি জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সুনামগঞ্জের ৫টি আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীদেরকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানাচ্ছি।

বুধবার (২৭ ডিসেম্বর) এ প্রতিবেদককে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন। নৌকা মার্কাকে স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক উল্লেখ করে পলিন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। আর তাঁরই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন ও সমৃদ্ধির শিখরে রয়েছে। এই ধারাকে অব্যাহত ও মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে, আওয়ামীলীগ সরকারের কোনো বিকল্প নেই।

নোমান বখত পলিন আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের সেবা করার জন্য সুনামগঞ্জের-৫টি আসনে ৫জন দক্ষ নৌকার মাঝি দিয়েছেন। নৌকার মাঝিরা আপনাদের সেবা করার লক্ষ্যে নির্বাচনে সংসদ সদস্য হিসেবে প্রার্থী হয়েছেন। কাজেই আগামী ৭ জানুয়ারী নির্বাচনে সুনামগঞ্জের-৫টি আসনে যারা আওয়ামীলীগের প্রার্থী হয়েছেন আপনারা তাদের নৌকা মার্কায় ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দেবেন। যাতে আপনাদের জীবন-মান উন্নয়নে তারা কাজ করতে পারেন।

সুনামগঞ্জ-৪ আসন নিয়ে পলিন বলেন, সুনামগঞ্জ-৪ আসনে আমরা এমন একজন প্রার্থী পেয়েছি যাকে নিয়ে আমরা গর্ব করতে পারবো, যার কথা বলতে পারবো সারাদেশে। জননেত্রী শেখ হাসিনা তাকে পছন্দ করে পাঠিয়েছেন। আমাদের মধ্যে কোন বিভেদ নেই। আমরা নেত্রীর প্রার্থী, স্বাধীনতার প্রার্থী ও সুনামগঞ্জের কৃতি সন্তানকে বরণ করে নিয়েছি।

উল্লেখ্য, সুনামগঞ্জ জেলার ৫টি আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থীরা হলেন- সুনামগঞ্জ-১ অ্যাড. রনজিত চন্দ্র সরকার, সুনামগঞ্জ-২ চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ (আল আমিন চৌধুরী), সুনামগঞ্জ-৩ এম.এ মান্নান, সুনামগঞ্জ-৪ ড. মোহাম্মদ সাদিক ও সুনামগঞ্জ- ৫ মুহিবুর রহমান মানিক।

নিউজটি শেয়ার করুনঃ