স্টাফ রিপোর্টারঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী রনজিত চন্দ্র সরকার এর পক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন জেলা আওয়ামীলীগের সদস্য ও তাহিরপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর। এক বিবৃতিতে অমল কান্তি কর বলেন, আমরা আওয়ামী লীগ করি। বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করি। শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমরা কাজ করে যাব। আমাদের কাছে প্রার্থীর চেয়ে দল অনেক বড়। দলের সঙ্গে কোনোদিন বেঈমানি করিনি আর করবও না।
অমল কান্তি কর আরও বলেন, দেশে অনেক প্রধানমন্ত্রী আসছে। অনেক প্রধানমন্ত্রী আসবে, কিন্তু শেখ হাসিনার মতো দেশ প্রেমিক, পরিশ্রমী প্রধানমন্ত্রী আর আসবে না। আপনার-আমার দরদ যে বোঝে তার জন্য আমাদের দরদী হতে হবে। এজন্য আগামী ৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দল-মত নির্বিশেষে আমাদের সবাইকে নৌকা মার্কায় ভোট দিতে হবে। নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ী হলে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবেন। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে দেশের উন্নয়ন অব্যাহত থাকবে। তাই উন্নয়ন অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নাই। সুনামগঞ্জ-১ আসনে জননেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দিয়ে পাঠিয়েছেন আমরা তার সঙ্গে আছি, তার সাথেই কাজ করবো। আমরা আশাবাদী বিপুল ভোটে নৌকার বিজয় হবে।