ধর্মপাশা প্রতিনিধি::
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাড. রনজিত চন্দ্র সরকার ও নৌকার বিজয় সুনিশ্চিত করার লক্ষে ধর্মপাশা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সোয়েব চৌধুরী। এতে প্রধান বক্তা হিসেবে নির্বাচন পরিচালনা সংক্রান্ত দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমেদ অপু। উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি পার্থ প্রতিম সিংহের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পলাশের পরিচালনায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, যুগ্ন সাধারণ সম্পাদক মোকাররম হোসেন, শামীম আহমেদ মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জুবায়ের পাশা হিমু, সাংগঠনিক সম্পাদক মো. মজিবুর রহমান, উপজেলা মহিলা যুব লীগের সাধারণ সম্পাদক হেলেনা জাহান পপি, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান বাবর, আরমান চৌধুরী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম চন্দ্র শীল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক লিবেন আহমেদ, তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক ইকবাল হাসান, উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আল আমিন খান, সদর ইউপি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোমেন আহমেদ রাজ, জয়শ্রী ইউপি শাখার সভাপতি শ্যামল চন্দ্র সরকার প্রমুখ। বক্তারা তাঁদের বক্তব্যে দলের সকল নেতাকর্মীকে নৌকার পক্ষে কাজ করে নৌকার বিজয় নিশ্চিত করার জন্য উদাত্ত আহ্বান জানান।
ধর্মপাশায় নৌকার বিজয় নিশ্চিত করার লক্ষে স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা
