যথাযোগ্য মর্যাদায় ‘সুনামগঞ্জ মুক্ত দিবস’ পালিত

দিবসটি উপলক্ষে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী। পরপরই শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিনসহ অন্যান্য নেতৃবৃন্দরা।

তানভীর আহমেদ::
বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় সুনামগঞ্জ মুক্ত দিবস পালিত হয়েছে।

বুধবার (৬ ডিসেম্বর) বেলা ১১টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ইউনিটির কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম সূচনা করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী। এসময় সঙ্গে ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ্, পৌর মেয়র নাদের বখ্ত, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান প্রমূখ।

জাতীয় পতাকা উত্তোলনের পরপরই জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ইউনিটির কার্যালয়ের সামন থেকে জেলা প্রশাসন ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সুনামগঞ্জ জেলা ইউনিটির আয়োজনে রাজাকারের প্রতিকী ফাঁসির মধ্য দিয়ে বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়। র‍্যালীটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল এর সভাপতিত্বে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ্, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান প্রমুখ।

এর আগে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী। পরপরই শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পৌর মেয়র নাদের বখ্ত, সহ-সভাপতি করুণা সিন্ধু চৌধুরী বাবুল, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সেন্টু, মুক্তিযোদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, দপ্তর সম্পাদক বিমান কান্তি রায়, জেলা আওয়ামী লীগের সদস্য অমল কান্তি কর, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক শুভ বণিক প্রমুখ।

উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে (৬ ডিসেম্বর) সুনামগঞ্জ শহর হানাদার বাহিনী মুক্ত হয়। তৎকালীন সুনামগঞ্জ মহকুমা শহর ছেড়ে পিছু হটে পাকবাহিনী। হানাদার মুক্ত হয়ে সুনামগঞ্জ শহর ‘জয় বাংলা- জয় বঙ্গবন্ধু’ শ্লোগানে মুখরিত হয়। এ দিন সুনামগঞ্জ শহরের প্রতিটি এলাকার ঘরে ঘরে ওড়ে স্বাধীনতার লাল সবুজের পতাকা।#

নিউজটি শেয়ার করুনঃ