‘সুস্থ-সুন্দর জীবনের জন্য খেলাধুলার বিকল্প নেই’- পলিন

❝রতারগাঁও ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন❞


স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন বলেছেন, একজন নাগরিক সু-নাগরিক হতে হলে লেখাপড়ার কোনো বিকল্প নেই। আর লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মানুষের মনকে সতেজ করে তোলে। খেলাধুলা সমাজের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে সমাজকে দূরে রাখে। তাই সুস্থভাবে জীবন-যাপন করতে খেলাধুলার কোনো বিকল্প নেই।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেলে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার রতারগাঁও উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠিত ‘রতারগাঁও ক্রিকেট টুর্নামেন্ট’ এর উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আজকের তরুণরা আগামী বাংলাদেশের কাণ্ডারি। সেই বাংলাদেশের নেতৃত্ব দিতে তরুণদের প্রস্তুত হতে হবে। শিক্ষা-দীক্ষায়, খেলাধুলায় হতে হবে সেরা। একমাত্র খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে। আগামীর বাংলাদেশ হবে তারুণ্যদীপ্ত বাংলাদেশ।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সলুকাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী তপন। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ মানিক।

এ-সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাড. বিমান কান্তি রায়, যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক স্বপন রায় সপু, সদস্য সাজ্জাদ হোসেন নাহিদ, জেলা সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি ঝন্টু তালুকদার, জেলা আ.লীগ কর্মী আব্দুল আলীম রনি, জেলা ছাত্রলীগের উপ-ধর্ম বিষয়ক সম্পাদক দীপ্ত দাস তন্ময় প্রমূখ।

নিউজটি শেয়ার করুনঃ