স্টাফ রিপোর্টার::
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পিএসসি’র সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সুনামগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি। এ সময় সঙ্গে ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পৌর মেয়র নাদের বখ্ত, সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, দপ্তর সম্পাদক বিমান কান্তি রায়সহ অন্যান্য নেতৃবৃন্দরা।
মনোনয়নপত্র জমা শেষে ড. মোহাম্মদ সাদিক বলেন, আমি গ্রামের ছেলে, গ্রামের মানুষ। বহুকাল পরে শেখ হাসিনা সুনামগঞ্জের সুখ-দুঃখের কথা ভেবে সুনামগঞ্জ-৪ আসনে নৌকা প্রতীক বরাদ্দ করেছেন। নৌকা আমার কোনো প্রতীক নয়, নৌকা বঙ্গবন্ধুর প্রতীক। এজন্য আমি সবাইকে আগামী ৭ জানুয়ারি নৌকা প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ জানাচ্ছি।
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন বলেন, জেলা আওয়ামী লীগের নতুন কমিটি গঠন হওয়ার পর থেকেই আমরা ঐক্যবদ্ধ। ঐক্যবদ্ধ জেলা আওয়ামী লীগ অত্যন্ত শক্তিশালী। আমরা আশাবাদী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জের ৫টি আসনে জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীদের বিপুল ভোটে বিজয়ী করে প্রধানমন্ত্রীকে আমরা ৫টি আসন উপহার দিবো।