স্টাফ রিপোর্টার::
বিএনপির ডাকা দুই দিনের অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ।
মঙ্গলবার (২১ নভেম্বর) সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ-৪ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী নোমান বখত পলিন এর নির্দেশে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি পৌর শহরের উকিলপাড়া থেকে শুরু হয়ে ট্রাফিক পয়েন্ট হয়ে পুনরায় পৌর চত্বরে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি চান মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সেফু, দপ্তর সম্পাদক অ্যাড. বিমান কান্তি রায়, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাড. মাহবুবুল হাছান শাহিন, যুব ও ক্রীড়া সম্পাদক অ্যাড. স্বপন রায় সপু, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শুভ বণিক, সদস্য সাজ্জাদ হোসেন নাহিদ, সদস্য অজয় কান্তি তালুকদার দোলন, সদস্য শাহীন রেজা, শাহারুল ইসলাম আফজাল, সদস্য শাহীন হোসেন, জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি সোহেব চৌধুরী, জেলা সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি ঝন্টু তালুকদার, কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক শাহ আলম সেরুল, পৌর আ.লীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম, যুবলীগ নেতা সঞ্জীব তালুকদার, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সদস্য অ্যাড. শামীম আহমেদ, অ্যাড. পারভীন আক্তার রেখা, অ্যাড, সজিব, অ্যাড. সাজ্জাদ, অ্যাড. তনয়, অ্যাড. রনি, অ্যাড. সোহেল, অ্যাড. জোবায়ের, অ্যাড. নূর আলম, অ্যাড, তিলক, অ্যাড, বেলাউল, অ্যাড. আরিফুর রহমান ঝিনুক, সেচ্ছাসেবক লীগ নেতা এবি. সিদ্দিক পল, সাবেক জেলা ছাত্রলীগের উপ শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক প্রিয়ম দাস, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি খোরশেদ উল আহমেদ খোরশেদ, সাংগঠনিক সম্পাদক আসিফ বখত রাদ, উপ ত্রান দুর্যোগ বিষয়ক সম্পাদক গৌরব বণিক, উপ-ধর্ম বিষয়ক সম্পাদক দীপ্ত দাস তন্ময় প্রমুখ।