তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে সুনামগঞ্জে আওয়ামী লীগের আনন্দ মিছিল

তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন এর নেতৃত্বে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

স্টাফ রিপোর্টার::
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় তফসিল কে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ।

বুধবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৭টায় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন এর নেতৃত্বে ব্যানপার্টি বাজিয়ে ও আতশবাজি ফোটানোর মধ্য দিয়ে এ স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন। মিছিলটি পৌর শহরের উকিলপাড়া থেকে শুরু হয়ে ট্রাফিক পয়েন্ট প্রদক্ষিণ শেষে পুনরায় পৌর চত্বরে শেষ হয়। মিছিল শেষে আগত নেতাকর্মী ও পথচারীদের মাঝে মিষ্টি বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন।

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ নোমান বখত পলিন বলেন, আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের। আজ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এজন্য সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি। পরে তিনি, সুনামগঞ্জবাসীকে আগামী ৭ই জানুয়ারি নৌকা প্রতীকে ভোট দিয়ে পুনরায় বর্তমান সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সেফু, সাংগঠনিক সম্পাদক জিতেন্দ্র তালুকদার পিন্টু, দপ্তর সম্পাদক বিমান কান্তি রায়, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুল হাছান শাহীন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক স্বপন রায় সফু, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শুভ বণিক, সদস্য সাজ্জাদ হোসেন নাহিদ, সদস্য শাহীন রেজা, শাহারুল আলম আফজাল, অজয় কান্তি তালুকদার দুলন, লিটন সরকার, জেলা সেচ্ছা-সেবকলীগের সভাপতি সুয়েব চৌধুরী, সহ-সভাপতি ঝন্টু তালুকদার, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন, সলুকাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম সিদ্দিক তপন, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সদস্য অ্যাডভোকেট শামীম, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি খোরশেদুল হাছান খোরশেদ, সাংগঠনিক সম্পাদক আসিফ বখত রাদ, উপ-ধর্ম বিষয়ক সম্পাদক দীপ্ত দাস তন্ময়, পৌর ছাত্রলীগের সহ-সভাপতি বিশাল দে।

নিউজটি শেয়ার করুনঃ