অবরোধ ও হামলার প্রতিবাদে জেলা আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ

সিলেট-সুনামগঞ্জ সড়কের মদনপুর এলাকায় বিএনপি’র নেতাকর্মী কর্তৃক গাড়ি ভাংচুর ও হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ।

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ-সিলেট সড়কের মদনপুর এলাকায় ঝটিকা মিছিল করে গাড়ি ভাংচুর ও বিএনপির ডাকা অবরোধের প্রতিবাদ জানিয়ে সুনামগঞ্জ পৌর শহরে ও সিলেট-সুনামগঞ্জ সড়কের মদনপুরে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেছে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ।

বৃহস্পতিবার (৯ই নভেম্বর) সকাল সাড়ে ৯টায় সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন এর নেতৃত্বে পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ট্রাফিক পয়েন্ট হয়ে পুনরায় পুরাতন বাসস্ট্যান্ডে মিছিলটি শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে নেতাকর্মীদের নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা করেন নোমান বখত পলিন। মোটরসাইকেল শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিলেট-সুনামগঞ্জ সড়কের মদনপুরের উদ্দেশ্যে রওয়ানা হন নেতাকর্মীরা। পরে মদনপুরে বিক্ষোভ মিছিল, শান্তি ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।

এসময় চোরাগোপ্তা হামলার প্রতিবাদ জানিয়ে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন বলেন, বিএনপি কর্তৃক অবরোধের নামে চোরাগোপ্তা হামলা করে গাড়ি ভাংচুর করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি আরও বলেন, আপনারা (বিএনপি) যদি চোরাগোপ্তা হামলা করেন আপনাদেরকে ছাড় দেয়া হবেনা। সুনামগঞ্জ একটি শান্তির শহর। শান্তি-শৃঙ্খলা রক্ষা করে সুনামগঞ্জে সবাই মিলে মিশে সুন্দর ভাবে বসবাস কর। আপনারা যার কথায় সুনামগঞ্জকে অশান্ত করার চেষ্টা  করছেন তার কথায় সুনামগঞ্জ অশান্ত হবেনা বরং আপনারা জনগণ থেকে বিচ্ছিন্ন হবেন। জনগণ থেকে বিচ্ছিন্ন হলে আপনাদের আর কোন অস্তিত্ব থাকবেনা। তাই আপনাদের এখনো বলছি আপনাদের শুভ বুদ্ধির উদয় হউক। নির্বাচনে আসুন, জনগণের পাশে থাকুন। 

নোমান বখত পলিন বলেন, সুনামগঞ্জে সবকিছু স্বাভাবিক ভাবে চলছে এবং স্বাভাবিক ভাবেই চলবে। শেষ বারের মতো আহবান করছি আপনারা ভোটের রাজনীতিতে আসুন, ভোট প্রার্থনা করুন। সুনামগঞ্জের উন্নয়নের দিকে তাকান। তাকিয়ে কেন আপনারা অবরোধ করছেন নিজেরা জিজ্ঞাসা করুন। 

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সেফু, দপ্তর সম্পাদক বিমান কান্তি রায়, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুল হাছান শাহিন, যুব ও ক্রীড়া সম্পাদক অ্যাড. স্বপন রায় সপু, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শুভ বণিক, সদস্য সাজ্জাদ হোসেন নাহিদ, শাহারুল আলম আফজাল, আওয়ামীলীগ নেতা মোহাম্মদ শাহীন হোসেন, জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি সুয়েব চৌধুরী, সহ-সভাপতি ঝন্টু তালুকদার, কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক শাহ আলম সেরুল, পৌর আ.লীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম, যুবলীগ নেতা সঞ্জীব তালুকদার, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সদস্য অ্যাড. শামীম আহমেদ, অ্যাড. ফাতেমা আক্তার রেখা, অ্যাড. সজিব, অ্যাড. সাজ্জাদ, অ্যাড. তনয়, অ্যাড. রনি, অ্যাড. সোহেল, অ্যাড. জোবায়ের, অ্যাড. নূর আলম, অ্যাড. তিলক, অ্যাড. বেলাউল, অ্যাড. আরিফুর রহমান ঝিনুক, সেচ্ছাসেবক লীগ নেতা পল, সাবেক জেলা ছাত্রলীগের উপ শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক প্রিয়ম দাস, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি খোরশেদ উল আহমেদ খোরশেদ, সহ সভাপতি ইফতি বখত, সাংগঠনিক সম্পাদক আসিফ বখত রাদ, উপ-ধর্ম বিষয়ক সম্পাদক দীপ্ত দাস তন্ময়, পৌর ছাত্রলীগের সহ সভাপতি বিশাল দে প্রমুখ।

উল্লেখ্য, গতকাল বুধবার বেলা ১১টায় সুনামগঞ্জ-সিলেট সড়কের মদনপুর এলাকায় ঝটিকা মিছিল করে পাঁচটি গাড়ি ভাংচুর করে সুনামগঞ্জ জেলা বিএনপির নেতৃবৃন্দরা। #

নিউজটি শেয়ার করুনঃ