দ্বিতীয় দফায় বিএনপিসহ বিরোধী দলগুলোর ডাকা অবরোধের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ।
স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন বলেছেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার বাংলাদেশকে উন্নয়নের পথে নিতে চাইলেও তাতে বাধা দিচ্ছে বিএনপি। দেশের চলমান উন্নয়ন কার্যক্রম বিএনপি-জামায়াত সহ্য করতে পারে না। বাংলাদেশের মানুষ বিএনপিকে চিনে ফেলেছে। দেশের মানুষ এখন আর হরতাল-অবরোধ বিশ্বাস করে না।
তিনি বলেন, বর্তমানে মানুষ মনে করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের মানুষ নিরাপদে থাকবে। দেশের চলমান উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে। কিন্তু বিএনপি দেশের শান্তির জনপদকে অশান্ত করতে হরতাল অবরোধ ডাকে। দ্বিতীয় দফায় তাদের ৪৮ ঘন্টার ডাকা অবরোধ জনগণ প্রত্যাখ্যান করেছে।
সোমবার (৬ নভেম্বর) সকালে দ্বিতীয় দফায় বিএনপিসহ বিরোধী দলগুলোর ডাকা অবরোধের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এর আগে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন এর নেতৃত্ব এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে ট্রাফিক পয়েন্ট হয়ে পুনরায় পুরাতন বাসস্ট্যান্ডে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে নেতাকর্মীদের নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা করেন নোমান বখত পলিন। মোটরসাইকেল শোভাযাত্রা শহরের ওয়েজখালি, রাধানগর পয়েন্ট, পুরাতন বাসস্ট্যান্ড, ট্রাফিক পয়েন্ট, মধ্য বাজার, উকিলপাড়া, কাজিরপয়েন্ট, ষোলঘর পয়েন্ট ও হোসেন বখত চত্বর প্রদক্ষিণ করে।
নোমান বখত পলিন আরও বলেন, উন্নয়নে বিশ্বে রোল মডেল বাংলাদেশ। দেশ এখন উন্নয়নের ঐতিহাসিক দিকসন্ধিক্ষণে দাঁড়িয়ে। উন্নয়নের বিভিন্ন সূচকে বাংলাদেশ নতুন উচ্চতায় পৌঁছেছে। দল-মত ও নির্বিশেষে এই উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখাতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার আহ্বানও জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জীতেন্দ্র তালুকদার পিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সেফু, দপ্তর সম্পাদক বিমান কান্তি রায়, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুল ইসলাম শাহিন, যুব ও ক্রীড়া সম্পাদক অ্যাড. স্বপন রায় সপু, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শুভ বণিক, সদস্য সাজ্জাদ হোসেন নাহিদ, শাহারুল ইসলাম আফজাল, অ্যাডভোকেট আব্দুল ওদুদ, শাহীন রেজা, আওয়ামীলীগ নেতা মোহাম্মদ শাহীন হোসেন জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি সোহেব চৌধুরী, সহ-সভাপতি ঝন্টু তালুকদার, কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক শাহ আলম সেরুল, পৌর আ.লীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম, যুবলীগ নেতা সঞ্জীব তালুকদার, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সদস্য অ্যাডভোকেট শামীম, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সদস্য আনহার উদ্দিন সাজ্জাদ, সামন্ত দাস, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আসিফ বখত রাদ, উপ-ধর্ম বিষয়ক সম্পাদক তন্ময় দাস প্রমুখ।