স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের দিরাইয়ে বিভিন্ন এলাকায় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই নির্বাচনী প্রচারণা শুরু করেছেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী ও দৈনিক স্বাধীন বাংলা পত্রিকার যুগ্ম সম্পাদক, সুনামগঞ্জ-২ দিরাই-শাল্লা আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী প্রদ্যুৎ কুমার তালুকদার।
আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এ প্রার্থী শনিবার(৪ নভেম্বর)সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রফিনগর ইউনিয়নের নিজগাঁও, মিলন বাজার, রাওতলা বাজার, সাতপাড়া বাজারে গণসংযোগ করেন। পরে বিকাল ৪টার দিকে বাজারকান্দি বাজারের এক পথসভায় বিশিষ্ট মুরুব্বি সুধীর রঞ্জন দাশের সভাপতিত্বে ইউপি ওয়ার্ড সদস্য রাবিন্দ্র দাশের সঞ্চালনায়, পথসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রদ্যুৎ কুমার তালুকদার বলেন, আমি হাওরাঞ্চলের সন্তান, এই মাটিতেই আমার জন্ম, আমি হাওরাঞ্চলের খেঁটে কাওয়া মানুষের জন্য কাজ করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, যদি আমাকে নৌকার মনোনয় দেন। তাহলে এই হাওরাঞ্চলকে একটি পর্যটন এলাকায় রূপান্তরিত করবো। শিক্ষা, স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করবো। এইদেশ একমাত্র আওয়ামী লীগের সকারের হাতেই উন্নয়ন সম্ভব। তাই আগামী নিবাচনে আওয়ামী লীগকে নৌকায় ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত সহ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান প্রদ্যুৎ কুমার।
এর আগে সকাল সাড়ে ১০টা শুরু হওয়া গণসংযোগ স্থলগুলোতে গিয়ে হকারসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে জড়িয়ে ধরে দোয়া ও নৌকায় ভোট চান এবং তাদের চাওয়া-পাওয়ার কথা শুনেন তিনি। এসময় স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানিয়ে বিকাল ৫টায় গণসংযোগ ও পথসভা শেষ করেন।
সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা নিলপদ্ম রায় প্রান্ত, ছাত্রলীগ নেতা পিকলু সরকার, বাংলাদেশ হিন্দু পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি, অমর চক্রবর্ত্তী, স্থানীয় আওয়ামীলীগ নেতা রুপম তালুকদার, মনোজ তালুকদার, তুষার, আলীরাজা, রহমতুল্লাহ সহ অন্যান্য নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।