স্টাফ রিপোর্টার::
সদর উপজেলার গৌরারং ইউনিয়নের শাক্তারপাড় সোনাপুর ভায়া ভাদেরটেক রাস্তায় ৬ কোটি ৪৯ লক্ষ টাকা ব্যয়ে পিএসসি গার্ডার ব্রীজ নির্মাণ কাজের শুভ ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন মহান জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ ও সুনামগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ। পরে এউপলক্ষে আয়োজিত গণসংবর্ধনায় প্রধান অতিথি হিসাবে যোগ দেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে পীর মিসবাহ এমপি বলেন আমি যখন সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হই তখন আমাদের সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার গ্রামীণ সড়ক যোগাযোগের অবস্থা অত্যন্ত নাজুক ছিল। যেখানেই ছুটে গিয়েছি মানুষের দাবী শুধু রাস্তা আর ব্রীজের। এত এত কাজ কিভাবে বাস্তবায়ন করব তা নিয়ে আমি নিজেই চিন্তিত ছিলাম। আপনাদের কে আমি কথা দিয়েছিলাম আপনাদের সাহেব নয় কর্মী হিসাবে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে যাব উন্নয়নের জন্য।বিগত দশ বছরে আমি সেটিই করেছি।সাধারণ মানুষের মতামত নিয়ে উন্নয়নের প্রকল্প গ্রহণ করি,আর সেই প্রকল্প বাস্তবায়নে আমি সরকারের মন্ত্রী সহ দায়িত্বশীলদের দুয়ারে দুয়ারে ঘুরেছি আমার এলাকার উন্নয়নের অনুমোদনের জন্য। আমি সংসদে বোবা হয়ে বসি নাই আমি বার বার সংসদে কথা বলেছি, আমার এলাকার মানুষের দাবী আমি সংসদে তুলে ধরেছি।তিনি জানান উন্নয়ন করতে কিছু প্রক্রিয়া মেনে করতে হয়।এই প্রক্রিয়া অনেক জটিল। পরিকল্পনা গ্রহণ করে সেগুলো এলজিইডিতে পাঠাতে হয়, তারা সেটির প্রাথমিক সমীক্ষা শেষে তা প্রকল্পে অন্তভূক্ত করেন। সেই প্রকল্প আবার একনেক কর্তৃক অনুমোদন লাভ করলেই সেই কাজ বাস্তবায়ন করা হয়।চাইলেই রাস্তা বা ব্রীজ নির্মাণ করা যায়না। এই নিয়ম মেনেই আমাদেরকে উন্নয়নের জন্য অপেক্ষা করতে হয়। পীর মিসবাহ বলেন কথা গুলো বল্লাম এই কারণে আমি ভোটের হিসাব করে উন্নয়ন করিনা, আমি আমার নির্বাচনী এলাকার সকল জনগুরুত্বপূর্ণ গ্রামীণ রাস্তা ও ব্রীজ এলজিইডির বিভিন্ন প্রকল্পে অন্তভূক্ত করেছি। পর্যায়ক্রমে এগুলোর কাজ বাস্তবায়ন করছেন এলজিইডি।আমি যে পরিকল্পনা নিয়ে এলজিইডিতে প্রকল্প অন্তভূক্ত করেছি তার বাস্তবায়ন হলে এই দুই উপজেলার কোন গ্রামই আর পাকা রাস্তার বাহিরে থাকবেনা। পীর মিসবাহ বলেন আপনাদের এই সোনাপুর ব্রীজ নির্মাণের জন্য কয়েক বছর আগে আমি এলজিইডি কে নির্দেশনা দিয়েছিলাম। তারা সকল প্রক্রিয়া স¤পন্ন করে আজকে আমি নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর করলাম। খুব তাড়াতাড়িই এটিই কাজ স¤পন্ন করা হবে। ব্রীজটির নির্মাণ কাজ স¤পন্ন হলে এই এলাকার মানুষেরা যোগাযোগে অনেকটা এগিয়ে যাবেন। বিশ্বম্ভরপুরের চালবন ঘুরে কিংবা সুরমা নদী পার হয়ে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করে আপনাদের আর সুনামগঞ্জ শহরে যেতে হবেনা। ১৫ -২০ মিনিটের মধ্যে আপনারা জেলা শহরে পৌঁছতে পারবেন। লেখা পড়া সহ বিভিন্ন প্রয়োজনে আপনারা বাড়ী থেকেই সকল কাজ করতে পারবেন।তিনি বলেন আমার সময়েই সদর ও বিশ্বম্ভরপুরের গ্রামীণ রাস্তায় বড় বড় ব্রীজ নির্মাণ কাজ শুরু করেছি। এর আগে কোথায় কোথায় কি ছিল আপনারা জানেন। অর্ধশতর উপরে ব্রীজ নির্মাণ করেছি, তারপরেও আরও ব্রীজের প্রয়োজন। তিনি বলেন অতীতে এখানে কাজ হয়েছে নাম মাত্র। শত শত কিলোমিটার পাকা রাস্তা আর ব্রীজ নির্মাণ করার পরেও আরও অনেক কাজ করার বাকী। পীর মিসবাহ বলেন কৃষাণ চত্বর থেকে ভাদেরটেক রাস্তার কাজ শুরু করা হবে। সোনাপুর – লালপুর রাস্তা, শাক্তারপাড় – চানপুর – আছিনপুর রাস্তার প্রস্তাব এলজিইডির প্রকল্পে আছে, এগুলোরও কাজ হবে, হয়ত একটু সময় লাগবে। তিনি বলেন এই দশ বছরে আমি চেষ্টা করে গেছি উন্নয়নের জন্য, এবং চ্যালেঞ্জ নিয়েই বলতে চাই সকল সেক্টরে ৪২ বছরে যে উন্নয়ন হয়নি আমি ১০ বছরে তার চেয়ে কয়েকগুণ বেশি উন্নয়ন করেছি। আরও উন্নয়ন দরকার জানিয়ে তিনি বলেন আমি দশ বছর মানুষের সাথে ছিলাম আগামীদিনেও আমি মানুষের সাথেই থাকব। শুক্রবার বিকালে সোনাপুর বেদেপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এলাকার প্রবীণ মুরব্বী শাহ আহমদ খানের সভাপতিত্বে ও গৌরারং ইউপি সদস্য মমিন’র সঞ্চালনায় গণসংবর্ধনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মনির উদ্দিন সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও জাহাঙ্গীরনগর ইউপি চেয়ারম্যান রসিদ আহমদ সুনামগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ স¤পাদক সজ্জাদুর রহমান সাজু বিশ্বম্ভরপুর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল কাদির লক্ষণশ্রী ইউপি জাপার আহবায়ক আব্দুল মান্নান জাপা নেতা আব্দুল কদ্দুস জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির জেলার সাধারন স¤পাদক সাজিদুর রহমান সাজিদ মোহনপুর ইউপি সদস্য মহিনুর রহমান সলুকাবাদ ইউপি সদস্য শাহপরাণ ও জজমিয়া গৌরারং ইউপি সদস্য ছালিক মিয়া সুরমা ইউপি সদস্য পারভেজ আহমদ জাপা নেতা ঈসমাঈল হোসেন সোনাপুর বেদেপল্লী কমিউনিটি নেতা সালাম খান জাতীয় ছাত্র সমাজ সুনামগঞ্জ জেলার আহ্বায়ক সুমন আহমদ স্বপন এসময় আরো উপস্থিত ছিলেন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি নেতা ইমরান আহমদ এরশাদ আহমদ মনির উদ্দিন শাহরুখ প্রমুখ।