স্টাফ রিপোর্টার::
মুজিব মানে একটি জাতির রূপকার সিনেমাটি দেখে মুগ্ধ দর্শক এবং শিক্ষার্থীরা। জেলা প্রশাসন সর্বস্তরের মানুষের জন্য বিনামূল্যে সিনেমাটি দেখার আয়োজন করে। গত শুক্রবার জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে সিনেমার প্রথম প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা প্রশাসক দিদারের আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। সিনেমা শুরুর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পৌরসভার মেয়র নাদের বখত, জেলা আওয়ামী লীগ সাধারণ স¤পাদক নোমান বখত পলিন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ স¤পাদক অ্যাডভোকেট শামসুল আবেদীন, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক খন্দকার মঞ্জুর আহমেদ ও জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জরুল হক চৌধুরী পাভেল। সুনামগঞ্জ সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম ছাত্রী অনিন্দিতা ভট্টাচার্য জানায়, এর আগে বইতে পড়েছি আজকে সামনাসামনি সিনেমায় দেখলাম, মনে হচ্ছিল আমরা নিজেও ১৯৭১ সালে চলে গেছিলাম এবং আমাদের সামনে সব ঘটছিল। সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী প্রজ্জল চৌধুরী জানায়, বঙ্গবন্ধুকে নিয়ে অনেক অনেক জানার ছিল। আজকে সিনেমা দেখার মাধ্যমে আরও অনেক কিছু জেনেছি। এ সময় জেলা প্রশাসক দিদারের আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী জানান, সুনামগঞ্জে কোন প্রেক্ষাগৃহ নেই তাই কিভাবে সুনামগঞ্জের মানুষকে জাতির জনকের সিনেমাটি দেখানো যায় সুনামগঞ্জ পৌরসভা, জেলা পরিষদ ও আওয়ামী লীগ নেতৃবৃন্দের আলাপ আলোচনা করি যাতে সুনামগঞ্জের মানুষকে সিনেমাটি বিনামূল্যে দেখানো যায়। বর্তমান প্রজন্ম ও সাধারণ মানুষকে জাতির জনকের সঠিক ইতিহাস জানানো যায়। আগামী সাত দিন, দিনে তিনবার জেলা শিল্পকলা অ্যাকাডেমির হাছনরাজার মিলনায়তনে সিনেমাটি দেখানো হবে।