তানভীর আহমেদ::
সুনামগঞ্জে কেক কাটার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উদযাপন করা হয়েছে।
শুক্রবার (২৯ শে সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকায় সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের আয়োজনে জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট ও সাধারণ সম্পাদক নোমান বখত পলিনের নেতৃত্বে দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের নিয়ে কেক কাটা অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি পীর মতিউর রহমান, এডভোকেট চান মিয়া, আজহারুল ইসলাম শিপার, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম শেফু, সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস, জিতেন্দ্র তালুকদার পিন্টু, আসাদুজ্জামান সেন্টু, আইন বিষয়ক সম্পাদক আজাদুল ইসলাম রতন, দপ্তর সম্পাদক বিমান কান্তি রায়, কৃষি ও সমবায় সম্পাদক মাহমুদ হাসান টিপু, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সিতেশ তালুকদার মঞ্জু, ধর্ম বিষয়ক সম্পাদক মফিজুল হক মফিজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান শাহিন, মহিলা বিষয়ক সম্পাদক নাসরিন সুলতানা দিপা, যুব ও ক্রীড়া সম্পাদক স্বপন রায় সপু, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক আমিনুর রশিদ রনক, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শুভ বনিক, সদর আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অমল কর, জেলা আওয়ামী লীগের সদস্য সৈকতুল ইসলাম সৈকত, সাহারুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরী, জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে, সাংগঠনিক সম্পাদক আসিফ বখত প্রমুখ।
এর আগে গতকাল বৃহস্পতিবার বাদ যোহর, ঈদে মিলাদুন্নবী ও প্রধানমন্ত্রীর শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে জেলা মডেল মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে উপস্থিত জেলা আ.লীগেট সাধারণ সম্পাদক নোমান বখত পলিন সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।